সম্প্রতি এক আলোচনা অনুষ্ঠানে রাজনীতিবিদ মির্জা আব্বাস উদ্দিন আহমেদ ইসলামি পণ্ডিত, বক্তা এবং রাজনীতিবিদ ও প্রাক্তন সংসদ সদস্য দেলাওয়ার হোসাইন সাঈদীকে নিয়ে স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, মানুষের ঈমানের জোর কতটুকু হতে পারে তা উনাকে না দেখলে টের পেতাম না। উনার ডায়াবেটিস ছিল। আমি উনার ব্লাড সুগার টেস্ট করতাম। একদিন ইফতারের সময় উনি অসুস্থ বোধ করছে। উনার কপাল ঘামছিল। ডাক্তার এসে দেখলো উনার সুগার ল্যাভেল ২.৫ যা সর্বোচ্চ ঝুঁকিতে ছিল। আমরা সবাই উনাকে চিনির শরবত খেতে বলছিলাম কিন্তু উনি কোনোমতেই খাবেন না। পরে ইফতার করে চিনির শরবত খেলেন।
উনাকে আমি হুজুর ডাকতাম। আমি বললাম, হুজুর এ ধরণের ঝুঁকি কখনোই নিবেন না। উনার মনের ও ঈমানের যে জোর ছিল তার চাক্ষুষ প্রমাণ আমি পেয়েছি। উনার রাজনৈতিক,সামাজিক প্রজ্ঞা ও জ্ঞান ছিল অপরসীম।
তৎকালীন কষ্টের সময় এখন স্মৃতিচারণ করতে ভালো লাগছে। আমাদের সকল কষ্টের ফসল ৫ তারিখে আমরা ঘরে তুলে নিয়েছি।
নাহিদা