ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিলের জন্য চিঠি পাঠানোর আহ্বান শফিক রেহমানের

প্রকাশিত: ১৮:১১, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৮:১২, ১৫ ডিসেম্বর ২০২৪

শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিলের জন্য চিঠি পাঠানোর আহ্বান শফিক রেহমানের

সাংবাদিক শফিক রেহমান। ছবি: সংগৃহীত

শেখ হাসিনাকে অশিক্ষিত পরিবারের সন্তান বলেছেন বিশিষ্ট সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক এবং লেখক শফিক রেহমান।

তিনি বলেন, “ডারহাম বিশ্ববিদ্যালয় শেখ হাসিনাকে ডক্টরেট ডিগ্রি দিয়েছিল। আমার সন্দেহ, তিনি বাংলা লিখতে পারেন কি না। শেখ হাসিনা অত্যন্ত অশিক্ষিত পরিবারের সন্তান এবং শিক্ষিত প্রমাণ করার জন্য তিনি বিভিন্ন ডিগ্রি নিয়েছেন।”

রবিবার (১৫ ডিসেম্বর) জাতীয় প্রেস ক্লাবে ‘আগামী নির্বাচনে প্রবাসী নাগরিকদের অংশগ্রহণের প্রক্রিয়া’ শীর্ষক সেমিনারে এসব কথা বলেন শফিক রেহমান। 

তিনি আরো বলেন, বাংলাদেশের বিদেশি দূতাবাসগুলোর কার্যক্রম পর্যালোচনা এবং সংস্কার করা উচিত। তিনি উল্লেখ করেন, বর্তমান সরকারের বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের অংশ হিসেবে দূতাবাসগুলোকেও অন্তর্ভুক্ত করা প্রয়োজন।

এছাড়াও, শফিক রেহমান দাবি করেন, বঙ্গবন্ধু চেয়ার এবং শেখ হাসিনার ডক্টরেট ডিগ্রি বাতিল করার জন্য ডারহাম বিশ্ববিদ্যালয়কে চিঠি পাঠানো উচিত। তিনি শেখ হাসিনাকে চ্যালেঞ্জ করেন, "আপনি আমার সঙ্গে বাংলা এবং ইংরেজি লেখার প্রতিযোগিতা করুন।"

নাহিদা

আরো পড়ুন  

×