ছবি: সংগৃহীত
পটুয়াখালীর বাউফলে বিএনপির একটি দলীয় কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে শ্রমিক লীগের নেতার উপস্থিতি নিয়ে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে দলীয় নেতা-কর্মীদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে।
শনিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বাউফল উপজেলার মদনপুরা ইউনিয়নের চন্দ্রপাড়া গ্রামে ইউনিয়ন বিএনপির একটি কার্যালয় উদ্বোধন করা হয়। এই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম। এসময় অনুষ্ঠানে ইউনিয়ন বিএনপির সভাপতি কবির খান ও সাধারণ সম্পাদক রুহুল আমিন অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
আবুল কালাম আজাদ উপজেলা আওয়ামী লীগের একজন ডোনার হিসেবে পরিচিত। তিনি আওয়ামী লীগের সময় পল্লী বিদ্যুতের ঠিকাদার ছিলেন বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির কয়েকজন কর্মী অভিযোগ করে বলেন, বিগত সময়ে এই শ্রমিক লীগ নেতা বিএনপির নেতাকর্মীদের হয়রানি করেছেন, মামলায় আসামি করেছেন। তাকে বিএনপির কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর কারণে নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় বিএনপির এক কর্মী ক্ষোভ প্রকাশ করে বলেন, শ্রমিক লীগ নেতা আবুল কালাম অনেক টাকার মালিক। গুঞ্জন রয়েছে অতি শিগগিরই তিনি বিএনপিতে যোগ দেবেন।
উপজেলা বিএনপির সদস্য সচিব আপেল মাহমুদ ফিরোজ বলেন, বিষয়টি আমার জানা নেই তবে খোঁজ খবর নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
তাবিব