ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

ঢাবি ক্যাম্পাসে চলবে নিবন্ধিত রিকশা

প্রকাশিত: ১৬:২৮, ১৫ ডিসেম্বর ২০২৪

ঢাবি ক্যাম্পাসে চলবে নিবন্ধিত রিকশা

ঢাকা বিশ্ববিদ্যালয়

বহিরাগত নিয়ন্ত্রণ ও অভ্যন্তরীণ চলাচলের জন্য ক্যাম্পাসে নিবন্ধিত রিকশা চলাচল করবে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। বহিরাগত নিয়ন্ত্রণ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পুর্নাঙ্গ পরিবেশ সৃস্টি করার জন্যই প্রশাসনের এই পদক্ষেপ।

রোববার (১৫ ডিসেম্বর) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

বহিরাগত নিয়ন্ত্রণ করতে গিয়ে শিক্ষার্থীদের অভ্যন্তরীণ চলাচলের জন্য রিকশা পাওয়া যাচ্ছে না- এ বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে সাইফুদ্দিন আহমেদ বলেন, আমরা চেষ্টা করছি বহিরাগত নিয়ন্ত্রণের। রিকশার যে সংকট সেটি মাথায় রেখে আমরা আগামী এক সপ্তাহের মধ্যে নিবন্ধিত রিকশার ব্যবস্থা করব। 

বহিরাগতদের ভোগান্তি প্রশ্নে তিনি বলেন, আমি শিক্ষার্থীদের নিরাপত্তাকে পাশ কাটিয়ে কারো চিত্তবিনোদনের জন্য ক্যাম্পাসকে উন্মুক্ত রাখতে পারি না। এখানে এতদিন মানুষ আসা-যাওয়া করতো ফ্রি অফ কস্টে। এখন সেটায় ব্যঘাত ঘটায় বিরূপ মন্তব্য তো করবেই। কারো সুবিধার জন্য আমার বিশ্ববিদ্যালয় উন্মুক্ত রাখতে বাধ্য না। সামনে থেকে পায়ে হেঁটেও যারা আসবে তাদেরও চেকিং করা হবে।

প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বহিরাগতদের সমস্যা দীর্ঘদিনের। সম্প্রতি এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসন কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এর অংশ হিসেবে ছুটির দিন এবং অন্যান্য দিন নির্দিষ্ট সময়ে ঢাবি ক্যাম্পাসে যান চলাচল নিয়ন্ত্রণের ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ। 

আর কে

×