ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

নাসার প্রধান মহাকাশচারী আকাবা এখন ঢাকায়!

প্রকাশিত: ১৫:৪২, ১৫ ডিসেম্বর ২০২৪

নাসার প্রধান মহাকাশচারী আকাবা এখন ঢাকায়!

যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থার-নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা।

বাংলাদেশে শিশুদের অনুপ্রেরণা এবং উৎসাহ দিতে ঢাকায় এসেছেন যুক্তরাষ্ট্রের মহাকাশবিষয়ক সংস্থার-নাসার প্রধান মহাকাশচারী জোসেফ এম আকাবা।

রোববার (১৫ ডিসেম্বর) সকালে রাজধানী বসুন্ধরা আবাসিক এলাকার প্লেপেন স্কুলে আয়োজিত ‘এক্সপ্লোরিং স্পেস, ইন্সপায়ারিং ইয়ং মাইন্ড’ শিরোনামে এক অনুষ্ঠানে যোগ দেন তিনি।

আকাবার এ সফরটিকে দেখা হচ্ছে দেশের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে। কারণ, এই প্রথম বাংলাদেশ সফরে এলেন নাসার কোনো প্রধান নভোচারী।  
 
স্কুলের ক্ষুদে শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর দেয়ার মাধ্যমে অনুপ্রেরণামূলক এক আলাপচারিতায় অংশ নেন নাসার প্রধান নভোচারী জোসেফ। অনুষ্ঠান ঘিরে শিক্ষক শিক্ষার্থীদের ছিল ব্যাপক আগ্রহ।

এ সময় মহাকাশকেন্দ্রিক তথ্যচিত্র এবং নভোচারীদের প্রাত্যহিক জীবন সম্পর্কে জানানো হয়। মহাকাশ অনুসন্ধানের মাধ্যমে প্রযুক্তির অগ্রগতি এবং বৈশ্বিক চ্যালেঞ্জ, বিশেষ করে জলবায়ু সংকট মোকাবিলায় এর ভূমিকা নিয়ে আলোচনা করেন আকাবা।
 
জানা গেছে, প্রাতিষ্ঠানিক কার্যক্রম ছাড়াও, আকাবা একটি টেলিভিশন সাক্ষাৎকারে অংশ নেবেন। সেখানে তিনি বৈশ্বিক বিজ্ঞান ও প্রযুক্তিতে নাসার অবদান এবং মহাকাশ গবেষণা ও প্রযুক্তি উদ্ভাবনে সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে, তা নিয়ে আলোচনা করবেন। 

আর কে

×