ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

একজন উপদেষ্টার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো: রিজভী

প্রকাশিত: ১৫:০৭, ১৫ ডিসেম্বর ২০২৪

একজন উপদেষ্টার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার বক্তব্য এক এগারো সরকারের ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী।

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, রাজনৈতিক দল গড়ে উঠে গণস্বার্থকে কেন্দ্র করে। ছাত্র-জনতার অভ্যুত্থানে ৫ আগস্টের পর গঠিত সরকার দেশের জন্য কাজ করার চেষ্টা করছেন। আমরা সহযোগিতা করার চেষ্টা করছি। আবার অনেক কাজের সমালোচনাও করছি। সমালোচনা মানে এই নয় যে আমরা এ সরকারের বিরোধিতা করছি, পতন দাবি করছি।

রোববার (১৫ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা মহানগর উত্তর কৃষকদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণকালে এ মন্তব্য করেন তিনি।

অবশ্য নির্দিষ্ট করে সেই উপদেষ্টার নাম উল্লেখ করেননি বিএনপির সিনিয়র এ নেতা। তিনি বলেন, গত ৫০ বছরে রাজনৈতিক দলগুলো কিছু করতে পারেনি, একজন উপদেষ্টার এমন বক্তব্য বেমানান। তার বক্তব্য ফখরুদ্দিন-মঈনউদ্দিনের মতো। মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নব্বইয়ের স্বৈরাচার পতন কিংবা জুলাই বিপ্লব সুশীল সমাজ করেনি।

কৃষক দল ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আসজাদুল আরিস ডলের সভাপতিত্বে সদস্য সচিব শফিকুর রহমান মিঠুর সঞ্চালনায় শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, দপ্তর সম্পাদক মো. শফিকুল ইসলামসহ মহানগর উত্তরের বিভিন্ন পর্যায়ের নেতারা।

আর কে

×