অনিয়মের অভিযোগে উচ্চ আদালতের কয়েকজন বিচারপতির বিরুদ্ধে তদন্ত শেষ করেছেন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল। তবে বিচারপতি কারা এ বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি। তদন্ত শেষ হওয়া বিচারপতিদের তথ্যাবলি ও তাদের নিয়ে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে।
রবিবার সুপ্রিম কোর্ট প্রশাসনের সূত্র বিষয়টি নিশ্চিত করেছেন।
নিয়মানুযায়ী রাষ্ট্রপতি এখন সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের সুপারিশ বাস্তবায়ন করবেন।
এর আগে গত ৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট এক বিজ্ঞপ্তিতে কয়েকজন বিচারপতির বিরুদ্ধে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অসদাচরণের অভিযোগ সংক্রান্ত প্রাথমিক তদন্ত করছে বলে জানানো হয়েছিল।
উল্লেখ্য গত ১৬ অক্টোবর সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আওয়ামী লীগ সরকারের ‘দোসর’ বিচারকদের পদত্যাগের দাবিতে অবস্থান ও বিক্ষোভ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ওইদিন হাইকোর্ট বিভাগের ১২ বিচারককে বেঞ্চ না দেওয়ার সিদ্ধান্তের কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এই বিচারকদের বিচারকাজের বাইরে রাখা হয়েছে। তারা এখন ছুটিতে আছেন।
ফুয়াদ