ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ১ পৌষ ১৪৩১

আইনজীবী হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো রিপন দাস

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৬:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০৬:৩১, ১৫ ডিসেম্বর ২০২৪

আইনজীবী হত্যা: স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলো রিপন দাস

গ্রেফতারকৃত রিপন দাস

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে গ্রেফতার আরেক আসামি রিপন দাস।

শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় চট্টগ্রাম চিফ মেট্রোপলিটন অতিরিক্ত ম্যাজিস্ট্রেট সরকার হাসান শাহরিয়ারের আদালতে জবানবন্দি দেয় ওই আসামি। এ নিয়ে এই হত্যা মামলায় আদালতে জবানবন্দি দিয়েছে ৩ আসামি। হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে রিপনকে আদালতে হাজির করা হলে বিচারকের খাসকামরায় জবানবন্দিতে বলেন- ঘটনার দিন চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেয় রিপন। পরে চিন্ময়কে কারাগারে নিয়ে যাওয়ার সময় সেবক কলোনি এলাকায় চলে যায় সে। সেখানে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয় আইনজীবী সাইফুল ইসলামকে। হত্যাকাণ্ডে অংশ নেওয়া ১০ থেকে ১২ জনকে চেনার কথাও জানিয়েছে রিপন দাস। মামলার তদন্তকারী কর্মকর্তা মাহফুজুর রহমান এসব তথ্য জানিয়েছেন। এর আগে গত সোমবার হত্যা মামলার আসামি চন্দন দাস এবং গত শুক্রবার রাজীব ভট্টাচার্য আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেফতার সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর হওয়া নিয়ে গত ২৬ নভেম্বর আদালত প্রাঙ্গণে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়।

শহীদ

×