ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

মোহাম্মদপুরে যৌথ বাহিনীর অভিযান

‘কবজি কাটা’ গ্রুপের পাঁচ সন্ত্রাসী আটক

প্রকাশিত: ০১:৩০, ১৫ ডিসেম্বর ২০২৪; আপডেট: ০১:৩২, ১৫ ডিসেম্বর ২০২৪

‘কবজি কাটা’ গ্রুপের পাঁচ সন্ত্রাসী আটক

ছবি সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরে যৌথ বাহিনীর বিশেষ অভিযানে ধরা পড়েছে কুখ্যাত সন্ত্রাসী ‘কবজি কাটা’ আনোয়ার গ্রুপের অন্যতম শীর্ষ সদস্য কুমির রুবেল ও কোরবান। শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শেখেরটেক এলাকায় সেনাবাহিনী ও র‍্যাবের যৌথ অভিযানে তাদের আটক করা হয়। অভিযানে নেতৃত্ব দেয় ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।

অভিযানের সময় কুমির রুবেল ও কোরবানের কাছ থেকে ধারালো চাপাতি ও সামুরাই উদ্ধার করা হয়। একইসঙ্গে তাদের আরও তিন সহযোগীকেও গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর এলাকায় সাধারণ মানুষকে ভয়ভীতি দেখিয়ে ছিনতাই এবং কোপানোর মতো অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আশিকুর রহমান

×