সেনা শপিং কমপ্লেক্সে
সেনা শপিং কমপ্লেক্সে লাইট বিক্রয়কে কেন্দ্র করে সাভার নিটার কলেজের ছাত্রদের এবং দোকান স্টাফের মধ্যে বাকবিতণ্ডার পর সংঘর্ষের ঘটনা ঘটেছে
শনিবার রাতে সেনাবাহিনীর সদস্যরা লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছেন।
প্রাথমিকভাবে জানা যায়, সাভার নিটার কলেজের এক ছাত্র সম্প্রতি সেনা শপিং কমপ্লেক্সের রোকন ইলেকট্রনিক্স থেকে একটি এলইডি বাল্ব ক্রয় করেন। প্রথমে বাল্বটি ফিউজ হলে দোকান কর্তৃপক্ষ তা পরিবর্তন করে দেয়। পরে আজ দ্বিতীয়বার বাল্বটি একই সমস্যা দেখা দিলে ছাত্ররা পুনরায় রোকন ইলেকট্রনিক্সে গিয়ে বাল্বটি পরিবর্তন করতে বলেন। তবে দোকান মালিকের সঙ্গে কথা না বলে ছাত্ররা দোকানটির শাটার বন্ধ করে দেন এবং দোকান মালিক ও বাজার কমিটিকে গালিগালাজ করতে থাকেন।
প্রতক্ষদর্শীরা জানান, ঘটনার পর সিকিউরিটি গার্ড এবং পাশের দোকানদাররা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন, কিন্তু ছাত্ররা উত্তেজিত হয়ে মারামারিতে লিপ্ত হন। পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে, যখন ছাত্ররা ফোন করে নিটার কলেজের অন্যান্য ছাত্রদের ডেকে এনে সিকিউরিটি গার্ডকে মারধর করেন এবং দোকানগুলোতে ভাঙচুরের চেষ্টা চালান। ছাত্ররা সেনাশপিং কমপ্লেক্সের দুটি গেটও বন্ধ করে দেন।
বাজার কমিটি ছাত্রদের সঙ্গে মীমাংসায় আসার চেষ্টা করলে তারা কোনো আলোচনায় বসতে রাজি হননি এবং গার্ডদের উপর হামলা চালান। এতে পরিস্থিতি আরো খারাপ হতে থাকে, শেষ পর্যন্ত সেনা সদস্যরা রাত সাড়ে ৯টার দিকে লাঠি চার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন।
শহীদ