বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন ভারত সফরে গিয়ে রাষ্ট্রপতির ভবনে ছিলেন। সেই রাতে তিনি প্রণব মুখ্যার্জির রান্নাঘরে ঢুকে ইলিশ মাছ রেঁধে খাইয়েছিলেন। সেই গল্প বাংলাদেশে এসে করেছিলেন।এতে বাংলাদেশের কোনো লাভ না হলেও ব্যক্তি হাসিনার লাভ হয়েছে।
সম্প্রতি বেসরকারি চ্যানেলের এক আলোচনা অনুষ্ঠানে তিনি এসব মন্তব্য করেন।
তিনি বলেন, শেখ হাসিনা এখন ভারতে আছে এটাই তার লাভ। তাকে অন্য কোনো দেশ আশ্রয় দেয় নাই, ভারত ছাড়া। আমেরিকা, যুক্তরাজ্য, দুবাই, সৌদি আরব কেউই তাকে আশ্রয় দিতে রাজি হয়নি।
তিনি আরো বলেন, ভারতে পালানোর পর ভারত সরকার ঘোষণা করলো শেখ হাসিনাকে কয়েক ঘন্টার জন্য সাময়িকভাবে আশ্রয় দেওয়া হয়েছে। সেই কয়েক ঘন্টা যে কতশত ঘন্টা হয়ে গেছে। সেই কয়েক ঘন্টা এখনো শেষ হচ্ছে না। আমি ভারেতকে জিজ্ঞেস করতে চাই এই কয়েক ঘন্টা কেন শেষ হচ্ছে না।
তিনি সরকারকে আহ্বান জানান এই বিষয়ে ভারতকে জবাবদিহি করতে বাধ্য করার।
নাহিদা