ঢাকা, বাংলাদেশ   রোববার ১৫ ডিসেম্বর ২০২৪, ৩০ অগ্রাহায়ণ ১৪৩১

গুলিস্তান-গাজীপুর রুটে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস

প্রকাশিত: ২১:০৩, ১৪ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২১:০৫, ১৪ ডিসেম্বর ২০২৪

গুলিস্তান-গাজীপুর রুটে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তান-গাজীপুরের শিববাড়ী পর্যন্ত আজ রবিবার থেকে চালু হচ্ছে বিআরটিসি এসি বাস সার্ভিস। উত্তরা বিমানবন্দর থেকে ঢাকা এলিভিটেড এক্সপ্রেসওয়ে ও গাজীপুর থেকে বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) লেন ব্যবহার করে চলাচল করবে এই বাস সার্ভিস। প্রতিদিন সকাল পৌনে ৭ টা থেকে রাত ৯ টা পর্যন্ত এই রুটের বাস চালু থাকবে। তাই গাজীপুরে থেকে গুলিস্তান পর্যন্ত আসতে বিআরটিসি এসি বাসে ১ থেকে দেড় ঘন্টা সময় লাগে বলে বিআরটিসি’র কর্মকর্তারা জানান। আজ বরিবার সকাল ৮ টায় শিববাড়ী বিআরটি স্টেশনে বিআরটিসির এসি বাস সার্ভিসের উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। 

এ বিষয়ে বিআরটিসি’র চেয়ারম্যান মো. তাজুল ইসলাম জনকণ্ঠকে বলেন, প্রাথমিকভাবে ১০ টি এসি বাস দিয়ে এই সার্ভিনটি চালু করা হবে। পর্যায়ক্রমে যাত্রী চাহিদা আলোকে বাসের সংখ্যা বাড়ানো হবে। প্রতিদিন সকাল থেকে রাত নয় টা পর্যন্ত এই বাস সার্ভিস চালু থাকবে। গাজীপুরের শিববাড়ী থেকে বিআরটি লেন ব্যবহার থেকে বাসটি বিমানবন্দর পর্যন্ত আসবে। পরে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে ফার্মগেট হয়ে গুলিস্তান পর্যন্ত চলাচল করবে এই বাস সার্ভিস। তাই গাজীপুর থেকে গুলিস্তান পর্যন্ত অন্য বাস থেকে এই বাসে সময় কম লাগবে।’

বিআরটিসি সূত্র জানায়, গুলিস্তানের ফুলবাড়িয়া থেকে গাজীপুরের শিববাড়ী পর্যন্ত সাড়ে ৪২ কিলোমিটার গুরুত্বে এই রুটে আসা-যাওয়া পথে মোট আটটি স্টেশনে যাত্রাবিরতি দিবে বিআরটিসি এসি সার্ভিস। এগুলো হলো-গুলিস্তান, শাহবাগ, ফার্মগেট, এয়ারপোর্ট, কলেজগেট, বোর্ডবাজার, চৌরাস্তা ও শিববাড়ী। প্রাথমিকভাবে ১০টি বিআরটিসি এসি বাস গাজীপুরের শিববাড়ি বিআরটি টার্মিনাল থেকে বিআরটি লেনে এয়ারপোর্ট পর্যন্ত ২০ দশমিক ৫ কিলোমিটার এবং এয়ারপোর্ট থেকে গুলিস্তান পর্যন্ত ২২ কিলোমিটার মোট ৪২ দশমিক ৫ কিলোমিটার পথ চলাচল করবে। এতে শিববাড়ি থেকে এয়ারপোর্ট পর্যন্ত ভাড়া হবে ৭০ টাকা এবং শিববাড়ি থেকে গুলিস্তান পর্যন্ত ভাড়া ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া গুলিস্তান থেকে শাহবাগের ভাড়া ১৫ টাকা, গুলিস্তান থেকে ফার্মগেটের ভাড়া ২৫ টাকা, গুলিস্তান থেকে কলেজগেটের ভাড়া ৯৫ টাকা, বোর্ডবাজারের ভাড়া ১১০ টাকা, গাড়ীপুর চৌরাস্তার ভাড়া ১৩০ টাকা। যাত্রী চাহিদা এবং স্টেশনগুলো সম্পূর্ণ প্রস্তুত হওয়ার বিষয়টি বিবেচনায় নিয়ে বাসের সংখ্যা পরবর্তীতে বাড়ানো হবে বলে বিআরটিসি’র কর্মকর্তরা জানান।  

সড়ক ও সেতু মন্ত্রণালয় সূত্র জানায়, বাস র‌্যাপিড ট্রানজিট (বিআরটি) মূল লাইনে এয়ারপোর্ট থেকে শিববাড়ী গাজীপুর টার্মিনাল পর্যন্ত ২৫টি বিআরটি স্টেশন রয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৯৫ দশমিক ৭২ শতাংশ। কিন্তু এখনো বিআরটি’র ২৫ টি স্টেশনের কাজ ও ১৩৭ টি বাস কেনা বাকী রয়েছে। ফ্লাইওভারসহ বিআরটি সড়কের বেশীর কাজ শেষ হয়ে গেছে। তাই প্রাথমিকভাবে বিআরটি রুটে বিআরটিসি বাস সার্ভিস পরিচালনার সিদ্ধন্ত নেয়া হয়। 

নাহিদা

×