ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

বাংলাদেশে বিজেপি হিন্দুত্ববাদ বিস্তৃতের আশঙ্কা!

প্রকাশিত: ১৯:৪৭, ১৪ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশে বিজেপি হিন্দুত্ববাদ বিস্তৃতের আশঙ্কা!

বাংলাদেশে হিন্দুত্ববাদী আদর্শের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, বিশেষ করে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এর আদর্শ বাংলাদেশের মধ্যে বিস্তৃত হচ্ছে।

যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য ডিপ্লোম্যাট ম্যাগাজিনে প্রকাশিত একটি নিবন্ধে এই বিষয়টি উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়, ৯ আগস্ট ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পরদিন হিন্দু সংখ্যালঘুরা ঢাকার শাহবাগসহ বিভিন্ন স্থানে প্রতিবাদে রাস্তায় নেমে আসে। তারা হিন্দুদের বাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ে হামলার বিরুদ্ধে প্রতিবাদ করছিল। ওই সময় বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চ (বিএইচজেএম) নামে একটি প্ল্যাটফর্ম গঠন হয়।

বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চসহ আরও কিছু সংগঠন বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষার জন্য কাজ করছে, কিন্তু এই সংগঠনগুলো ভারতীয় বিজেপি ও আরএসএসের সঙ্গে সম্পর্কিত এবং হিন্দুত্ববাদী আদর্শে অটল। বিএইচজেএম নেতারা ভারতের বিজেপি নেতাদের সঙ্গে বৈঠকও করেছেন এবং ভারত সফর করে হিন্দুত্ববাদী আদর্শের সঙ্গে নিজেদের সম্পর্ক দৃঢ় করেছেন, যা বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে বিতর্ক সৃষ্টি করেছে।

আরএসএসের আদর্শ ‘হিন্দু সাংস্কৃতিক জাতীয়তাবাদ’, যা ভারতের সীমা ছাড়িয়ে আফগানিস্তান, বাংলাদেশ, মিয়ানমার, নেপাল, তিব্বত ও শ্রীলঙ্কা পর্যন্ত বিস্তৃত কাল্পনিক ‘অখণ্ড ভারত’ পুনরুদ্ধারের ধারণা প্রচার করে। এর আগে নেপালেও হিন্দুত্বের প্রভাব দেখা গিয়েছে। বিএইচজেএম নেতারা এই ‘অখণ্ড ভারত’ ধারণা প্রচার করে বিতর্ক সৃষ্টি করেছেন।

২০২৩ সালে, বাংলাদেশ হিন্দু জাগরণ মঞ্চের নাম পরিবর্তন করে বাংলাদেশ সনাতন জাগরণ মঞ্চ (বিএসজেএম) রাখা হয়। এর পর থেকে বাংলাদেশের অন্যান্য হিন্দু সংগঠনগুলোর ভূমিকা কমে গেছে।

এই রাজনৈতিক আন্দোলন ও হিন্দুত্ববাদী আদর্শের উত্থান বাংলাদেশের ধর্মীয় ও রাজনৈতিক পরিবেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনতে পারে, যা দেশের ধর্মীয় সংখ্যালঘুদের পরিস্থিতি এবং আন্তর্জাতিক সম্পর্কেও প্রভাব ফেলতে পারে।

নাহিদা

×