মুন্সিগঞ্জ সদরে ফজরের জামাতে একটানা ৪০ দিন নামাজ আদায় করলে পুরস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল। এতে অংশ নিয়ে ১৮ জন কিশোর-তরুণ পুরস্কার হিসেবে পেয়েছে সাইকেল, ইলেকট্রিক চুলা এবং ডিনার সেট।
শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকেলে সদর উপজেলার পঞ্চসার ভট্টাচার্যের ভাগ এলাকায় আয়োজিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এমন উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেছে কিশোর-তরুণরা এবং প্রশংসা করেছে স্থানীয়রা।
আয়োজকদের মতে, ভট্টাচার্যের ভাগ এলাকার দারুল উলুম বি-বাগ কওমি মাদরাসা ও স্থানীয় জামে মসজিদের উদ্যোগে পঞ্চম থেকে দশম শ্রেণি পড়ুয়া কিশোর-তরুণদের ফজরের নামাজে জামাতে অংশ নেওয়ার জন্য পুরস্কারের ঘোষণা দেওয়া হয়। উদ্দেশ্য ছিল এলাকায় মাদক, সন্ত্রাস ও দুর্নীতি প্রতিরোধ এবং তরুণ প্রজন্মকে নামাজের প্রতি আকৃষ্ট করা। ঘোষণার পর থেকেই কিশোর-তরুণদের মধ্যে উৎসাহ তৈরি হয় এবং দেড় মাসের চেষ্টার পর ১৮ জন সফলভাবে ৪০ দিন জামাতে নামাজ আদায় করে।
শুক্রবার দিনব্যাপী ইবাদত, কুইজ প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। কুইজে বেশি নম্বর পাওয়া চারজনকে সাইকেল, ছয়জনকে ইলেকট্রিক চুলা এবং আটজনকে ডিনার সেট উপহার দেওয়া হয়।
নামাজে অংশ নেওয়া কিশোর-তরুণ ও তাদের অভিভাবকরা জানান, শুধু পুরস্কারের জন্য নয়, মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনই তাদের মূল লক্ষ্য ছিল। তবে পুরস্কার পেয়ে তারা আনন্দিত।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন মো. মঞ্জরুল আলম। সভাপতিত্ব করেন দারুল উলুম বি-বাগ কওমি মাদরাসার সভাপতি রমজান হোসেন ঢালী। এ ছাড়া বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার মো. বদিউজ্জামান, জেলা জামায়াত ইসলামের সভাপতি আ. জ. ম রুহুল কুদ্দুস এবং বাইতুল আকরাম মসজিদের সভাপতি মো. লাভলু ঢালী।
নাহিদা