ঢাকা, বাংলাদেশ   শনিবার ১৪ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

এক মন্ত্রণালয়েই নিয়োগ ৬০ হাজার , আসছে বিজ্ঞপ্তি

প্রকাশিত: ২২:৪৫, ১৩ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৪৯, ১৩ ডিসেম্বর ২০২৪

এক মন্ত্রণালয়েই নিয়োগ ৬০ হাজার , আসছে বিজ্ঞপ্তি

উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত।

প্রায় ৬০ হাজার শূন্য পদ নিয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পরিস্থিতি অবিলম্বে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়ার আশা প্রকাশ করেছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১৩ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তিনি এ তথ্য জানিয়েছেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ তার পোস্টে বলেন, “এই মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে। শিগগিরই এসব পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।”

এদিকে, ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক চিঠিতে জানা যায়, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী, বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৭৩ হাজার ১টি। সম্প্রতি বাংলাদেশ পিএসসি ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

এতে করে শূন্যপদের সংখ্যা বাড়ানোর পাশাপাশি, নিয়োগ প্রক্রিয়ার মাধ্যমে সরকারি কর্মস্থলে তরুণদের জন্য নতুন সুযোগ তৈরি হচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

নুসরাত

×