যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এক ফেসবুক পোস্টে জানান, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে প্রায় ৬০ হাজার শূন্য পদ রয়েছে, যা খুব শিগগিরই নিয়োগ দেওয়া হবে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান। ফেসবুক পোস্টে আসিফ মাহমুদ লিখেছেন, শুধু স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়েই প্রায় ৬০ হাজার শূন্য পদ আছে। শিগগির নিয়োগ প্রক্রিয়া শুরু হবে।
এর আগে গত ২ ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয় এক চিঠিতে জানান, সরকারি কর্মচারীদের পরিসংখ্যান ২০২৩ অনুযায়ী- বর্তমানে সরকারের অনুমোদিত শূন্যপদের সংখ্যা ৪ লাখ ৭৩ হাজার একটি। সম্প্রতি বাংলাদেশ পিএসসি ৪৭তম বিসিএস নিয়োগ পরীক্ষার মাধ্যমে ৩ হাজার ৬৮৮টি শূন্যপদ পূরণের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
চিঠিতে আরও বলা হয়, ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী-সরকার জনগণের প্রত্যাশা পূরণ এবং শিক্ষিত তরুণদের বেকারত্ব লাঘবে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশে বিপুলসংখ্যক শূন্যপদ থাকা সত্ত্বেও তা পূরণে কার্যকর পদক্ষেপ গ্রহণে কোনো উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। দ্রুত শূন্যপদ পূরণে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানানো হয় চিঠিতে।
আশিকুর রহমান