জাতীয় সমাজতান্ত্রিক দল
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে জাতীয় সমাজতান্ত্রিক দল— জাসদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির পক্ষ থেকে ১৩ ডিসেম্বর ২০২৪ শুক্রবার এক বিবৃতিতে মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসর জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলামীসহ বিভিন্ন ইসলামি দলের নেতা— কর্মীদের সমন্বয়ে গঠিত ঘাতক বাহিনী রাজাকার, আল— বদর, আল— শামস বাহিনী কর্তৃক সুপরিকল্পিতভাবে বেছে বেছে হত্যাকান্ডের শিকার শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়েছে।
জাসদের বিবৃতিতে বলা হয়, দ্বি—জাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির পর থেকেই পশ্চিম পাকিস্তানী শাসকগোষ্ঠী পূর্ব বাংলার বাঙালি জাতিকে হীনবল ও অবদমিত করার জন্য বাঙালির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য, মনন, মনিষা ধ্বংস করার সুপরিকল্পিতভাবে আক্রমন শুরু করেছিল। বাঙালি জাতির উপর সেই আক্রমনের অংশ হিসাবেই বাঙালি জাতিকে মেধা ও মনিষা শুণ্য করতে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধকালে পাকিস্তান হানাদার বাহিনী এবং তাদের এদেশীয় দোসর জামাত, মুসলিম লীগ, নেজামে ইসলামসহ ইসলামী দলগুলির নেতা—কর্মীদের সমন্বয়ে গঠিত ঘাতক বাহিনী রাজাকার, আল বদর, আল শামস বাহিনী গণহত্যার পাশাপাশি বেছে বেছে বাঙালি বুদ্ধিজীবীদের হত্যা করা শুরু করে এবং ডিসেম্বর মাসে তাদের নিশ্চিত পরাজয় অত্যাসন্ন জেনে বুদ্ধিজীবীদের হত্যার ভয়ংকর অভিযান চালিয়ে বিপুল সংখ্যক বুদ্ধিজীবীকে হত্যা করে।
জাসদের বিবৃতিতে বলা হয়, বুদ্ধিজীবী হত্যাকান্ডের ফলে বাঙালির জাতীয় জীবনে যে গভীর ক্ষত ও অপূরনীয় ক্ষতি হয়েছিল তা জাতি আজও কাটিয়ে উঠতে পারেনি। জাসদের বিবৃতিতে বলা হয়, পাকিস্তান হানাদার বাহিনী ও তাদের এদেশীয় সহযোগী রাজাকার, আলবদর, শামস বাহিনীরা সংগঠিত ইতিহাসের বর্বরতম জঘন্যতম পৈশাচিক গণহত্যা ও বুদ্ধিজীবী হত্যার বিচারের জাতীয় দাবি অনুযায়ী গণহত্যাকারী ও বুদ্ধিজীবী হত্যাকারীদের বিচার শুরু হবার মধ্য দিয়ে জাতির প্রতি সংগঠিত সবচেয়ে অবিচারের প্রতিকার করে ন্যায়বিচার প্রতিষ্ঠা শুরু হয়েছিল।
দুর্ভাগ্যক্রমে বর্তমানে পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্রশক্তি ব্যবহার করে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তির দাপটে গণহত্যাকারী, বুদ্ধিজীবী হত্যাকারী, যুদ্ধাপরাধীদের বিচার কার্যক্রম বন্ধ হয়ে গিয়েছে এবং স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের নাম, নিশানা, চিহ্ন স্মারক মুছে ফেলার অভিযান চলছে, ১৯৪০—৪৬ সালের দ্বি—জাতিতত্ত্বের রাজনীতি রাষ্ট্র, সমাজ, রাজনীতি, সংবিধানে চাপিয়ে দেয়ার অপচেষ্টা চলছে। জাসদের বিবৃতিতে মহান স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত বসংলাদেশ রাষ্ট্রকে পুনরুদ্ধার করার জন্য জাতিকে মহান মুক্তিযুদ্ধের মতই ঐক্যবদ্ধ হবার আহবান জানানো হয়।
জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটি, জেলা, উপজেলা কমিটি শহীদ বুদ্ধিজীবী দিবসে যথাযথ মর্যদায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণ করবে এবং তাদের প্রতি শ্রদ্ধা জানাবে।
ইসরাত