ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রাহায়ণ ১৪৩১

ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গমের চালান পৌঁছেছে

প্রকাশিত: ১০:২৫, ১৩ ডিসেম্বর ২০২৪

ইউক্রেন থেকে সাড়ে ৫২ হাজার টন গমের চালান পৌঁছেছে

ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বন্দরের কুতুবদিয়ায় ইউক্রেন থেকে আমদানি করা ৫২ হাজার ৫০০ টন গম নিয়ে একটি জাহাজ পৌঁছেছে।

গতকাল (১২ ডিসেম্বর) গমবাহী এমভি ‘এনজয় প্রসপারিটি’ জাহাজটি কুতুবদিয়া এলাকায় পৌঁছেছে। এই চালানটি বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের পর বিদেশ থেকে খাদ্যশস্য আমদানির প্রথম চালান হিসেবে বিবেচিত হচ্ছে।

জাহাজের মধ্যে সাড়ে ৩১ হাজার মেট্রিক টন গম চট্টগ্রাম বন্দরে খালাস করা হবে এবং অবশিষ্ট ২১ হাজার মেট্রিক টন গম মোংলা বন্দরে খালাস হবে। বন্দরের কর্মকর্তারা জানান, গমের নমুনা সংগ্রহ করা হবে এবং ভৌত পরীক্ষা শেষে গমের খালাসের কাজ দ্রুত শুরু হবে।

চট্টগ্রাম বন্দরে গম খালাস করতে আনুমানিক ১০ দিন সময় লাগবে। এই চালানটি বাংলাদেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক ভূমিকা রাখতে পারে, কারণ গমের আমদানি ব্যাপকভাবে বাড়ানো হয়েছে।

এছাড়া, ইউক্রেন থেকে গম আমদানি করার কারণে বিদেশি খাদ্যশস্যের সরবরাহে একটি নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে, যা দেশের কৃষি খাতের সঙ্কট মোকাবিলায় সহায়ক হতে পারে। বাংলাদেশ দীর্ঘদিন ধরে খাদ্যশস্যের বড় আমদানিকারক দেশ হিসেবে পরিচিত এবং এই ধরণের আমদানি দেশের বাজারে খাদ্য সুরক্ষা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এম.কে.

×