ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৩ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

অন্তর্বর্তীকালীন সরকার সংকটের মধ্যে আছে: ব্যারিস্টার ফুয়াদ

প্রকাশিত: ০০:৫৮, ১৩ ডিসেম্বর ২০২৪

অন্তর্বর্তীকালীন সরকার সংকটের মধ্যে আছে: ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদ

ব্যারিস্টার ফুয়াদ এক সাক্ষাৎকারে বলেছেন, দেখেন কীভাবে করবেন,মানুষগুলো তো একই মানুষ রয়ে গেছে। হাসিনা সরকার এনএসআই ওডিজিএফকে প্রমোশন দিয়েছে। আপনি কাদের ওপর আশা করছেন? অন্তর্বতীকালীন সরকার এই সংকটের মধ্যে আছে?

সম্প্রতি এক গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

ব্যারিস্টার ফুয়াদ জানান,কয়েক দিন আগে শাহবাগে বাসভর্তি করে মানুষ আসছে? গোয়েন্দা সংস্থা হেল্প করেনি। নতুন সরকার আসার পর হারুনের হোটেলের দায়িত্ব যারা পেয়েছে, তারা এখনো চাঁদাবাজি করে যাচ্ছেই। তারা তো আওয়ামী লীগ।

ফুয়াদ বলেন, আপনি কত চেঞ্জ করবেন? তখন আর রাষ্ট্র থাকবে না। একটা গোয়েন্দ সংস্থায় ডিজি পরিবর্তন করলেন? কিছু দায়িত্ব পরিবর্তন করলেন? ১৬ বছরে আওয়ামী লীগে দালাল শ্রেণির সোর্স রয়েছে গেছে। এই চেইনটা ভেঙে দিলে তো পুরো স্ট্রাকচারটা ভেঙে যাবে? 

এই পর্যন্ত ৫০ হাজার সরকারি কর্মকতাকে বদলি করা, ওএসডি করা, সেক করা- এগুলো করেছে। ১৪ লাখ কর্মকর্তা আওয়ামী লীগ সরকারের কোন না কোনভাবে বেনিফিশারি ছিল। ৮০ শতাংশ জনগোষ্ঠীকে যদি রাষ্ট্র থেকে ফেলে দেন তাহলে তো আপনার রাষ্ট্র থাকবে তো না। অন্তর্বতীকালীন সরকার এই সংকটের মধ্যে আছে।

এখন নির্বাচন চাইলে, এখন নির্বাচন দিলে তারা কোন বেনিফিট হবে না। এই যে দুদকের চেয়ারম্যান বানাইল, কাকে বানিয়েছে, এই লোক তো আওয়ামী লীগ আমলের বেনিফিশারি তো! খুব বেশি খী বিপদে-আপদে ছিল? বিএনপির আমলে বিমানের এমডি ছিল। তার নামে দুর্নীতির ব্যাপক অভিযোগ আছে?

এসআর

×