ইসলামী ঐক্যজোটের আলোচনা সভা
দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সব ধরনের ফ্যাসিবাদ উৎখাত করার আহ্বান জানিয়েছেন ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির।
আজ বৃহস্পতিবার(১২ডিসেম্বর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মুফতি ফজলুল হক আমিনী (রহ.)–এর জীবন ও কর্ম শীর্ষক আলোচনা ও দোয়া মাহফিলে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবদুল কাদির এ কথা বলেন।
মাওলানা আবদুল কাদির বলেন, ফ্যাসিবাদের একটা পর্ব মাত্র শেষ হয়েছে ছাত্র-জনতার আন্দোলনের মাধ্যমে। এই আন্দোলন–সংগ্রাম চালিয়ে যেতে হবে। দেশের রন্ধ্রে রন্ধ্রে প্রতিষ্ঠিত সব ধরনের ফ্যাসিবাদ উৎখাত করতে হবে।
আলোচনা সভায় সমমনা বিভিন্ন ইসলামি দলের নেতারা অংশ নেন। তাঁরা বলেন, এ দেশে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, রাহাজানি, স্বৈরাচারী আচরণ দূর করতে হবে। তা না হলে দেশের অস্তিত্ব টিকবে না। বিগত ফ্যাসিবাদের মূলোৎপাটনে মুফতি আমিনী বিশেষ ভূমিকা পালন করে গেছেন। তিনি ফ্যাসিবাদী সরকারের লোভ-লালসা, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করেননি। তাঁর নীতি-আদর্শ বাস্তবায়ন করা গেলে রাষ্ট্র এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে।
ইসলামী ঐক্যজোটের মহাসচিব মুফতি সাখাওয়াত হোসাইন রাজির আহ্বানে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সংগঠনের ভাইস চেয়ারম্যান যুবায়ের আহমদ ও জসিম উদ্দিন, মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিমসহ প্রমুখ।
সাইদুর