ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

সংস্কার নয়- নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এ ধারণা ভুল

স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২২:৫১, ১২ ডিসেম্বর ২০২৪

সংস্কার নয়- নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এ ধারণা ভুল

.

 নির্বাচন ও সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকারে চাপ বাড়ছে, সম্প্রতি বর্তমান সরকারের পক্ষ থেকে এমন ইঙ্গিত দিয়েছেন একজন উপদেষ্টা। অন্যান্য সংস্কারপন্থি গোষ্ঠী থেকেও দাবি উঠে রাজনৈতিক দলগুলোর চাপে নির্বাচন নিয়ে তড়িঘড়ি করা যাবে না। ২০২২ সালের প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশন আইন বাতিল করতে হবে। সেই সঙ্গে অতি দ্রুত গণহত্যাকারী আওয়ামী লীগের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অপসারণ করতে হবে। চব্বিশের গণঅভ্যুত্থানে প্রায় দুই হাজার শহীদ ও প্রায় ২৪ হাজার পঙ্গুত্ববরণ করা ব্যক্তিদের চাওয়া চাহিদা পূরণ করে তবেই নির্বাচনের পথে হাঁটতে হবে। ত্রিমুখী এমন বক্তব্যের মধ্যে বাংলাদেশের অন্যতম  প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে স্পষ্ট করা হয়েছে নির্বাচন প্রসঙ্গে তাদের ভাষ্য কী। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি- এমন ধারণা ভুল। বিএনপি দু’বছর আগেই সংস্কারের রূপরেখা দিয়েছে। এই সরকারকে অবশ্যই তার দল যৌক্তিক সময় দেবে। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বর্তমান সরকার জোর করে ক্ষমতা গ্রহণ করেনি, জনগণই ক্ষমতা দিয়েছে। এই সরকার দেশকে নতুনভাবে সাজাতে পারবেন বলেও আশা রাখেন  জ্যেষ্ঠ এই রাজনীতিবিদ।  
আইনি জটিলতা শেষ হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরবেন, এমনটা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ১১ দিনের যুক্তরাজ্য সফর শেষে বৃহস্পতিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্টে অবতরণ করে মির্জা ফখরুলকে বহনকারী বিমান। এরপর তিনি বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে দলগুলো-তথ্য উপদেষ্টার এমন বক্তব্যকে রাজনীতিবিরোধী আখ্যা দেন মির্জা ফখরুল। বলেন, সরকারকে পূর্ণাঙ্গ সহযোগিতা করেছে রাজনৈতিক দলগুলো। সংস্কার নয়, নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি, এ ধারণাকে ভুল উল্লেখ করেন তিনি।
বিএনপি মহাসচিব বলেন, ২ বছর আগেই সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি। ন্যূনতম সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। বাংলাদেশে যে সমস্যাগুলো সৃষ্টি হয়েছে, তা নির্বাচিত সরকার ছাড়া মোকাবেলা করা কষ্টকর।
বাংলাদেশ-ভারত সম্পর্কের বিষয়ে তিনি বলেন, আলোচনার মাধ্যমে সংকট সমাধান করতে হবে। বিএনপি নেতাকর্মীদের ধৈর্য ধরতে তারেক রহমান আহ্বান জানিয়েছেন বলেও উল্লেখ করেন মির্জা ফখরুল।
অন্তর্বর্তী সরকারের প্রতি ইঙ্গিত করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, এখন যারা ক্ষমতায় আছে, তারা জোর করে ক্ষমতা গ্রহণ করেনি। আমরা জনগণ তাদের ক্ষমতা দিয়েছি। তারা দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করবেন। আগের মতো বিনাভোটে না, রাতের ভোটে না, ডামি ভোটে না, জনগণের ভোটে একটি সরকার নির্বাচনের ব্যবস্থা করবেন। যারা দায়িত্ব পাবেন, জনগণ ভোট  দেবেন, তারা জনগণের জন্য কাজ করবেন। দেশ থেকে দুর্নীতি-অনাচার উচ্ছেদ করবেন। গরিব মানুষদের সাহায্য করবেন, সহযোগিতা করবেন, যেন নিজের পায়ে দাঁড়াতে পারে। কারো কাছে  যেন হাত পাততে না হয়। সে জন্য পরিবর্তন দরকার।
আল্লাহর মেহেরবানি, সেই পরিবর্তনের সূচনা হয়েছে উল্লেখ করে নজরুল ইসলাম খান বলেন, আমরা আশা করব, এই পরিবর্তন শীঘ্রই সম্পন্ন হবে। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি। কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পারিনি। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে। তার কিছু প্রস্তুতি আছে, তা চলছে। আমরা আশা করব, সেই প্রস্তুতি শেষে জনগণের ক্ষমতা জনগণের কাছে ফিরিয়ে দেওয়া হবে।
একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন । বৃহস্পতিবার দুপুরে রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ কৃষকদল।
বিএনপির এই  জ্যেষ্ঠ নেতা বলেন, এই দেশটাকে তো নিঃস্ব করে দেওয়া হয়েছে। আপনারা কয়েকদিন আগে দেখেছেন, বিগত সরকার বছরে ১৬ হাজার কোটি ডলার বিদেশে পাচার করে দিয়েছে। আমার দেশের গরিব শ্রমিক, মধ্যপ্রাচ্যের মরুভূমি বা মালয়েশিয়ার জঙ্গলে কাজ করে যে বৈদেশিক মুদ্রা পাঠায়, সেটা জনগণের কল্যাণে না লাগিয়ে বাইরে পাচার করে দিয়েছে।
এর আগে গত বুধবার তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বলেছেন, রাজনৈতিক দলগুলো চাচ্ছে তাদের অধীনে সংস্কার হোক। তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে। তারা সংস্কারের পরিবর্তে নির্বাচনকে বেশি প্রাধান্য দিচ্ছে।

জোবায়ের আহমেদ

×