ট্রেন। ফাইল ফটো
ঢাকা-জয়দেবপুর-ঢাকা রুটে আগামী ১৫ ডিসেম্বর থেকে চার জোড়া কমিউটার ট্রেন পরিচালনা করবে রেলওয়ে। ট্রেনগুলো শুক্রবার ও শনিবার বাদে সপ্তাহের প্রতিদিন ঢাকা-জয়দেবপুরে রুটে চলাচল করবে। এর মধ্যে তুরাগ কমিউটার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শুক্রবার। জয়দেবপুর কমিউটার ট্রেনটি সাপ্তাহিক বন্ধ শনিবার। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় রেলওয়ে।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, তুরাগ কমিউটার-১ প্রতিদিন ঢাকা স্টেশন থেকে সকাল ৫টায় ছেড়ে জয়দেবপুরে পৌছবে সকাল ৬ টায়। এ ট্রেনটি ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি দিবে। জয়দেবপুর কমিউটার-১ ট্রেনটি প্রতিদিন সকাল ৫ টা ২৫ মিনিটে ঢাকার স্টেশন থেকে ছেড়ে জয়দেবপুরে পৌছবে ৬ টা ২৫ মিনিটে। এই ট্রেনটি তেজগাঁও, ঢাকা বিমানবন্দর, টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি দিবে। তুরাপ কমিউটার-২ ট্রেনটি প্রতিদিন সকাল সাড়ে ৬ টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে ঢাকায় পৌছবে সকাল ৭ টা ৪০ মিনিটে। এই ট্রেনটি তেজগাঁও বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে যাত্রা বিরতি দিবে।
জয়দেবপুর কমিউটার-২ ট্রেনটি প্রতিদিন সকাল ৭ টা ১০ মিনিটে জয়দেবপুর স্টেশন ছেড়ে ঢাকায় পৌছবে সকাল ৮ টা ২৫ মিনিটে। জয়দেবপুর কমিউটার-৩ ট্রেনটি প্রতিদিন বেলা ১১ টায় ঢাকার স্টেশন ছেড়ে জয়দেবপুরে পৌছবে বেলা ১২ টায়। জয়দেবপুর কমিউটার-৪ ট্রেনটি প্রতিদিন দুপুর সাড়ে ১২ টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে ঢাকায় পৌছবে দুপুর ১ টা ৪০ মিনিটে। এই ট্রেনগুলো তেজগাঁও, বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী স্টেশনে যাত্রা বিরতি দিবে।
তুরাগ কমিউটার-৩ ট্রেনটি প্রতিদিন বিকেল ৫টা ২০ মিনিটে ঢাকা স্টেশন ছেড়ে জয়দেবপুরে পৌছবে ৬টা ৪০ মিনিটে। এই ট্রেনটি তেজগাঁও বনানী, ঢাকা বিমানবন্দর, টঙ্গী ও ধীরাশ্রম স্টেশনে যাত্রা বিরতি দিবে। এছাড়া তুরাগ কমিউটার-৪ ট্রেনটি প্রতিদিন রাত পৌনে ১০টায় জয়দেবপুর স্টেশন ছেড়ে ঢাকায় পৌছবে রাত সোয়া ১১ টায়। এই ট্রেনটি তেজগাও, ঢাকা বিমানবন্দর ও টঙ্গী স্টেশনে যাত্রাবিরতি দিবে।
সংশ্লিষ্ট স্টেশনসমূহের কাউন্টার হতে টিকিট ইস্যু করা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এসআর