গ্রেফতারকৃত দু’জন
হবিগঞ্জ জেলার বানিয়াচংয়ে ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ৯ জন নিহত হওয়ার ঘটনায় হত্যা মামলায় ২ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন জেলার আজমিরীগঞ্জ উপজেলার আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি সদস্য বিরাট গ্রামের আব্দুল আওয়াল ও আওয়ামী লীগ নেতা সমীপুর গ্রামের প্রদীপ দাস।
বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান- দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (১১ ডিসেম্বর) তাদেরকে গ্রেফতার করে আজমিরীগঞ্জ থানার পুলিশ।
আজমিরীগঞ্জ থানার ওসি এবিএম মাইদুল হাসান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে বানিয়াচংয়ে ৯ জন শহীদ হন। ওই ঘটনায় করা মামলার আসামি দুই আওয়ামী লীগ নেতা।
সাইদুর