ছবি: সংগৃহীত
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় সংস্কারের দাবিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের সাথে সাক্ষাৎ করা হয়। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) ৫টি দাবিদাওয়া সংবলিত স্মারকলিপি প্রদান করা হয় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসকের কাছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুল কাদের বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) রাতে এক ফেসবুক পোস্টে এসব তথ্য জানান।
মোট ৫টি বিষয়ে সংস্কারের প্রস্তাবনা জানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। দাবিগুলো হলো-
১। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, ডাস এবং রাজু ভাস্কর্যের সৌন্দর্য বর্ধনে সময় উপযোগী সংস্কার।
২। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে পাবলিক টয়লেট ও ডাস্টবিন স্থাপন।
৩। দ্রুতগতির যান চলাচল নিয়ন্ত্রণে ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্ট- কাজী মোতাহের হোসেন ভবন- শহীদ মিনার, ফজলুল হক মুসলিম হল- কবি সুফিয়া কামাল হল, শহীদুল্লাহ হল, কার্জন হল, মোকাররম ভবন-কেন্দ্রীয় খেলার মাঠ, ফুলের দোকান-জাদুঘর, রাজু ভাস্কর্য ক্রস রোড, মসজিদ- সোহরাওয়ার্দী উদ্যান, ভিসি চত্বর-মল চত্বরে প্রয়োজনীয় স্পিড ব্রেকার, জেব্রা ক্রসিং ও রোড ডিভাইডার স্থাপন।
৪। ক্যাম্পাসের বিভিন্ন পয়েন্টে সুপেয় পানির ফিল্টার স্থাপন।
৫। রাত্রিকালীন নিরাপদ যাতায়াত নিশ্চিতে পর্যাপ্ত সংখ্যক সড়ক বাতি স্থাপন।
তাবিব