ছবি: সংগৃহীত
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেছেন, ৫ আগস্টের গণঅভ্যুত্থানের মাধ্যমে হেলমেট বাহিনীর যুগের অবসান ঘটেছে।
বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) আয়োজিত শিক্ষাবৃত্তি ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে ক্র্যাব সভাপতি কামরুজ্জামান খানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ডিএমপি কমিশনার।
হেলমেট বাহিনীর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, অতীতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় বেশ কিছু মামলা হলেও সেগুলোর সুরাহা হয়নি। তবে এখন সেই যুগ শেষ হয়েছে।
সাংবাদিকদের ওপর পুলিশের আচরণ নিয়ে প্রশ্নে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ কেন সাংবাদিক বা কোনো সাধারণ মানুষের ওপর হামলা করবে? পুলিশ সদস্যদের সবসময় শৃঙ্খলাবদ্ধ থাকতে হবে। যদি কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে, তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি আশ্বাস দেন।
তিনি ঢাকাবাসীর নিরাপত্তা ও সেবার বিষয়ে বলেন, "জুলাই-আগস্টের ধ্বংসযজ্ঞের জন্য ঢাকাবাসীর কাছে ক্ষমাপ্রার্থী। এখন আমরা নতুনভাবে সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ। ঢাকাবাসীর জানমালের হেফাজতে সর্বোচ্চ চেষ্টা করা হবে।"
তিনি আরও জানান, ১৬ ডিসেম্বর, ২৫ ডিসেম্বর ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ঢাকায় নিরাপত্তার কোনো ঘাটতি নেই এবং সবাই আনন্দ ও নিরাপত্তার সঙ্গে উদযাপন করতে পারবেন।
অনুষ্ঠানে ক্র্যাব পরিবারের ছয় সদস্যের সন্তানকে জিপিএ-৫ অর্জনের জন্য শিক্ষাবৃত্তি দেওয়া হয়। ক্র্যাবের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় ১০টি ইভেন্টে ৩২ জনকে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক এফএম ইকবাল বিন আনোয়ার ডন এবং ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন।
এম.কে.