ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

বনানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

প্রকাশিত: ১৮:১২, ১২ ডিসেম্বর ২০২৪

বনানীতে গৃহকর্মীর মরদেহ উদ্ধার

ছবি: সংগৃহীত

রাজধানীর বনানীর একটি বাসার ছয়তলা থেকে ১৬ বছর বয়সী গৃহকর্মী মারিয়া আক্তারের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। মারিয়া মাগুরা জেলার মোহাম্মদপুর থানার বিল্লা পাড়া গ্রামের মো. বাহারুল ইসলামের মেয়ে।

বনানী থানার উপ-পরিদর্শক (এসআই) ইয়াসির আরাফাত জানান, মরদেহটি ফ্লোরে শায়িত অবস্থায় পাওয়া গেছে। মারিয়ার মায়ের সঙ্গে পারিবারিক বিষয় নিয়ে ঝগড়ার পর তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন বলে ধারণা করা হচ্ছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তে রাখা হয়েছে।

মারিয়া গত দুই বছর ধরে বনানীর ৯ নম্বর রোডের ব্লক-এফের ৪৯ নম্বর বাসার ব্যবসায়ী মমিনের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করছিলেন। একই বাসায় তার ফুফুও কাজ করেন।

জানা যায়, মারিয়ার মা তার ছোট বোনকে অন্য বাসায় কাজের জন্য পাঠাতে চেয়েছিলেন, কিন্তু মারিয়া এতে বাধা দেয়। এই নিয়ে ফোনে মা-মেয়ের বাগবিতণ্ডা হয়, যা ঘটনার সূত্র হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

ঘটনায় বনানী থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

এম.কে.

×