ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

র‍্যাবে আয়নাঘর ছিল, আছে: মহাপরিচালক

প্রকাশিত: ১৬:৫৭, ১২ ডিসেম্বর ২০২৪

র‍্যাবে আয়নাঘর ছিল, আছে: মহাপরিচালক

ছবি: সংগৃহীত

র‍্যাব মহাপরিচালক (ডিজি) অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান জানিয়েছেন, র‍্যাবে আয়নাঘর ছিল এবং এখনো আছে। গুম-খুন তদন্তে কমিশনের নির্দেশ অনুযায়ী আয়নাঘরসহ সবকিছু আগের অবস্থাতেই রাখা হয়েছে। এ বিষয়ে কোনো পরিবর্তন বা পরিবর্ধন করা হয়নি।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, "র‍্যাবে আয়নাঘর ছিল, আছে। সেটা সেভাবেই রাখা হয়েছে। গুম, খুন কমিশন নির্দেশ দিয়েছে আয়নাঘরসহ যা যে অবস্থায় আছে সেভাবেই রাখার জন্য। আমরা কোনো পরিবর্তন, পরিবর্ধন করিনি। যা যে অবস্থায় ছিল, সে অবস্থাতেই রাখা হয়েছে।"

তিনি আরও জানান, র‍্যাবের বিরুদ্ধে থাকা আয়নাঘর, গুম ও খুনসহ সব অভিযোগ তদন্ত করছে কমিশন। এ তদন্তে র‍্যাব সর্বাত্মক সহযোগিতা করছে। তদন্তের ফলাফলের ভিত্তিতেই পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেন তিনি।

সংবাদ সম্মেলনে র‍্যাব এডিজি (অপারেশন্স) কর্নেল ইফতেখার আহমেদ এবং পরিচালক লে. কর্নেল মুনীম ফেরদৌস উপস্থিত ছিলেন।

এম.কে.

×