ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে যা বললেন র‍্যাব মহাপরিচালক

প্রকাশিত: ১৪:০৩, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৪:০৮, ১২ ডিসেম্বর ২০২৪

সাগর-রুনি হত্যাকাণ্ড নিয়ে যা বললেন র‍্যাব মহাপরিচালক

পুলিশের এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান বলেছেন, সাগর-রুনি হত্যা মামলা একটি গুরুত্বপূর্ণ মামলা। এই মামলার তদন্তে আশানুরুপ ফল না হওয়ার ফলে আমরা আদালতকে অবহিত করি এবং আদালত এই মামলার তদন্তের জন্য একটি উচ্চতর কমিটি গঠন করেছে। এখন ওই কমিটি মামলার তদন্তের তদারকি করছে। আশা করি এখানে আমরা ভালো সফলতা পাবো।

বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) দুপুরে কাওরানবাজার র‍্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকতা একটি মহান পেশা। দেশের সাংবাদিকরা ভয়ভীতির ঊর্ধ্বে থেকে কাজ না করলে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে না।

তিনি আরো বলেন, কমিশনে আমরা আইনগত বাধ্য। আদালত ও আইনের নির্দেশ মানতে আমরা বাধ্য।আমরা সর্বাত্নকভাবে চাই এই অপরাধগুলোর সুষ্ঠু তদন্ত ও বিচার হোক।আমরা কমিশন ও ট্রাইবুন্যালকে সর্বাত্নক সহায়তা করবো।

নাহিদা

×