ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৮ অগ্রাহায়ণ ১৪৩১

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক ফিলিস্তিন, বাংলাদেশ ও পাকিস্তান- আরএসএফের প্রতিবেদন

প্রকাশিত: ১২:১১, ১২ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১২:১২, ১২ ডিসেম্বর ২০২৪

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক ফিলিস্তিন, বাংলাদেশ ও পাকিস্তান- আরএসএফের প্রতিবেদন

সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপদজনক ফিলিস্তিন, পাকিস্তান, বাংলাদেশ ও মেক্সিকো বলে উল্লেখ করেছে আরএসএফের প্রতিবেদনে।

আজ (বৃহস্পতিবার) আন্তর্জাতিক সাংবাদিক অধিকার সংগঠন রিপোর্টার্স উইদাউট বর্ডারস (আরএসএফ) এর বার্ষিক প্রতিবেদন থেকে এই তথ্য জানিয়েছে এএফপি।

প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন করতে গিয়ে ৫৪ জন সাংবাদিক নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন বাংলাদেশে প্রাণ হারিয়েছেন, যা এই তালিকায় বাংলাদেশকে তৃতীয় স্থানে রেখেছে।

বিপজ্জনক দেশগুলোর তালিকায় ফিলিস্তিন শীর্ষে
প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ হলো ফিলিস্তিন। দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তান, যেখানে সাতজন সাংবাদিক নিহত হয়েছেন।

বাংলাদেশ এবং মেক্সিকো তৃতীয় স্থানে রয়েছে, উভয় দেশেই পাঁচজন করে সাংবাদিক নিহত হয়েছেন।

২০২৩ সালে প্রকাশিত একই প্রতিবেদনে নিহত সাংবাদিকের সংখ্যা ছিল ৪৫।

নাহিদা

×