ধূমপানের ক্ষতি থেকে নারী ও শিশুর সুরক্ষা নিশ্চিত করতে হোটেল এবং রেস্তোরাঁয় স্মোকিং জোন বন্ধের দাবি জানিয়েছে প্রগতির জন্য জ্ঞান (প্রজ্ঞা) এবং অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স (আত্মা)।
বুধবার (১১ ডিসেম্বর) বিকেলে সংগঠন দুটি সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন, পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ. এফ. হাসান আরিফের সঙ্গে সাক্ষাৎ করে তাদের দাবি জানায়।
প্রজ্ঞা এবং আত্মা জানায়, হোটেল ও রেস্তোরাঁয় স্মোকিং জোন থাকলে শতভাগ ধূমপানমুক্ত পরিবেশ বজায় রাখা সম্ভব হয় না। স্মোকিং জোনে প্রবেশ বা বের হওয়ার সময় ধোঁয়া পুরো রেস্তোরাঁয় ছড়িয়ে পড়ে। এতে নারী, শিশু এবং অন্যান্য অতিথি ও সেবাকর্মীরা পরোক্ষ ধূমপানের ক্ষতির শিকার হন। তাই তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে স্মোকিং জোন সম্পূর্ণভাবে বন্ধ করার প্রস্তাব করেছে সংগঠন দুটি।
উপদেষ্টা এ. এফ. হাসান আরিফ জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে, তার প্রতি তার মন্ত্রণালয়ের পূর্ণ সমর্থন রয়েছে।
প্রজ্ঞা এবং আত্মা আরও জানায়, তামাক ব্যবহার দেশের অসংক্রামক রোগের অন্যতম কারণ। এসডিজি’র লক্ষ্য অনুযায়ী অসংক্রামক রোগে মৃত্যু এক-তৃতীয়াংশ কমিয়ে আনার পথে তামাক একটি বড় বাধা। বর্তমানে দেশের ৩৫.৩% প্রাপ্তবয়স্ক তামাক ব্যবহার করেন এবং প্রতি বছর তামাকজনিত কারণে ১ লাখ ৬১ হাজার মানুষ মারা যান। তামাক খাত থেকে প্রাপ্ত রাজস্ব আয়ের তুলনায় তামাকজনিত ক্ষতির পরিমাণ অনেক বেশি।
এই প্রেক্ষাপটে, স্বাস্থ্য মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন শক্তিশালী করার উদ্যোগ নিয়েছে। এতে ধূমপানের জন্য নির্ধারিত স্থান (ডিএসএ) বাতিলসহ বেশ কিছু সংশোধনী প্রস্তাব অন্তর্ভুক্ত করা হয়েছে।
বৈঠকে উপস্থিত ছিলেন ক্যাম্পেইন ফর টোব্যাকো ফ্রি কিডসের বাংলাদেশ লিড পলিসি অ্যাডভাইজার মো. মোস্তাফিজুর রহমান, আত্মা’র আহ্বায়ক মতুর্জা হায়দার লিটন, সহ-আহ্বায়ক নাদিরা কিরণ, মিজান চৌধুরী, প্রজ্ঞার নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের এবং কর্মসূচি প্রধান মো. হাসান শাহরিয়ার।
নাহিদা