রাজনৈতিক ও বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস
রাজনৈতিক ও বিশ্লেষক মেজর (অব.) আহমেদ ফেরদৌস বলেন, শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ সেনাবাহিনী পর পর অনেকবার বেস্ট অ্যাওয়ার্ড পেয়েছে। এটা কি আমরা জানি? আমাদেরকে শান্তি শিখায় মমতা দিদিরা? আমরা তো শান্তির দ্যূত। গল্প না বললে বোঝা যাবে না।
১৯৮৮ ইরাক যখন কুয়েতকে অ্যাটাক করে। তখন বাংলাদেশে প্রথম ইউ এন কন্টেন পাঠায়। ইরাক কে হটিয়ে দেয়। কুয়েত আবার পুনর্গঠন করে। কুয়েতকে দখল করার পরে ৮সেক্টরে ভাগ করা হয়। ৮সেক্টরের মধ্যে একটাতে দেওয়া হয় উন্নত দেশগুলো। যারা নাকি মাইন সার্টিফিকেট দেওয়া হয়। আমাদের সেনাবহিনী শান্তি রক্ষা করতে গিয়ে অনেক মারা গেছে। কিন্তু টেলিভিশনে প্রচার করা হতো না।
কারণ, মানুষ জানলে সেনাবাহিনীতে চাকরিতে দিতো না। আমরা জীবনের মায়া ত্যাগ করে কাগজে লিখে দিয়েছি। আমরা ট্রেনিংকালীন, অপরেশনকালীন যদি মারা যাই তাহলে সরকার এর দায়িত্ব নিবে।
শহীদ