সংগৃহীত ছবি।
রাজনৈতিক দলসহ বিভিন্ন সংগঠন রাজধানীতে প্রতিদিন নানা কর্মসূচি পালন করে। আজ, ১২ ডিসেম্বর বৃহস্পতিবার উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে কী কী আছে, দিনের শুরুতেই তা জেনে নিতে পারেন।
বস্ত্র ও পাট উপদেষ্টার কর্মসূচি: বিকেল ৩টায় ফার্মগেটে জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টারে বহুমুখী পাটপণ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টার কর্মসূচি: বিকেল ৩টায় ঢাকা রিপোটার্স ইউনিটিতে আঁচল ফাউন্ডেশন আয়োজিত ‘Reforming Mental Health Ecosystem in Bangladesh’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা মিজ্ ফরিদা আখতার।
বিএনপির কর্মসূচি: বেলা সাড়ে ১১টায় লন্ডন থেকে ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম। এ ছাড়া বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভায় সভাপতিত্ব করবেন তিনি।
বেলা ১১টায় যাত্রাবাড়ীনবী টাওয়ারে নবী টাওয়ারে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১০০ শহীদ পরিবারের মাঝে নগদ আর্থ ও খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।
বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে কৃষক দলের শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।
দুপুর ১টায় জাতীয় প্রেসক্লাবে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও বিরোধীদলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।
গণ অধিকার পরিষদ: বিকেল সাড়ে ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘সড়ক পরিবহনে চাঁদাবাজি ও নৈরাজ্য বন্ধ এবং প্রকৃত মালিক-শ্রমিকের নেতৃত্ব প্রতিষ্ঠায় করণীয়’ শীর্ষক আলোচনা সভায় উপস্থিত থাকবেন গণ অধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর। প্রধান বক্তা থাকবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. মু. শফিকুল ইসলাম মাসুদ। সভাপতিত্ব করবেন গণ পরিবহন সংস্কার জাতীয় কমিটির আহ্বায়ক আসলাম চৌধুরী।
জাতীয় নাগরিক কমিটির কর্মসূচি: বিকেল ৩টায় নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ ঋষি পাড়ায় ‘সমাবেশ ও সংবর্ধনা’ অনুষ্ঠান। এতে জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত থাকবেন।
ফেডারেল ডেমোক্রেটিক পার্টি: ফেডারেল ডেমোক্রেটিক পার্টির উদ্যোগে বিকেল ৩টায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদে ‘ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য ও গণমাধ্যমের ভূমিকা’ শীর্ষক এক মতবিনিময় সভার হবে।
র্যাব: সমসাময়িক বিষয় এবং সাম্প্রতিক আভিযানিক কার্যক্রম সম্পর্কে র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি এ কে এম শহিদুর রহমান সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেণ। বেলা সাড়ে ১১টায় কারওয়ানবাজরে র্যাব মিডিয়া সেন্টারে এই মতবিনিময় হবে।
ইসরাত