ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪, ২৭ অগ্রাহায়ণ ১৪৩১

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ২৫ কারখানা ছুটি ঘোষণা

প্রকাশিত: ২৩:৩৫, ১১ ডিসেম্বর ২০২৪

শ্রমিক বিক্ষোভে আশুলিয়ায় ২৫ কারখানা ছুটি ঘোষণা

শ্রমিক বিক্ষোভে অশান্ত আশুলিয়া শিল্প এলাকা। সরকার ঘোষিত বার্ষিক ৯ শতাংশ ইনক্রিমেন্ট প্রত্যাহারসহ নতুন আরও কিছু দাবি-দাওয়া নিয়ে আজ বুধবার(১১ডিসেম্বর) কর্মবিরতি পালন করেছেন আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা।

বুধবার সকালে কাজে যোগ দিয়েও ২৫টি কারখানার শ্রমিকরা উৎপাদন বন্ধ রেখে বেরিয়ে যান। এমন পরিস্থিতিতে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি কারখানায়।

আশুলিয়ায় শিল্পাঞ্চল পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূইয়া বলেন, বার্ষিক বেতন-ভাতা ১৫ শতাংশ বাড়ানো ছাড়াও ছুটির টাকাসহ কয়েকটি দাবিতে সকাল থেকে কর্মবিরতি পালন শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে কিছু শ্রমিক কয়েকটি পোশাক কারখানা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে অন্য শ্রমিকদের বের করে আনার চেষ্টা করেন। পরে কারখানা কর্তৃপক্ষ পর্যায়ক্রমে সাধারণ ছুটি ঘোষণা করে।

বিজিএমইএর তথ্য অনুসারে, আজ বুধবার আশুলিয়ায় ইনক্রিমেন্ট ১৫ থেকে ২০ শতাংশের দাবিতে কাজ বন্ধ বা শ্রমিকেরা কাজ না করে চলে গেছেন এমন কারখানার সংখ্যা ২৫।

বুধবার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, শিল্প খাতে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে। বিশেষ করে তৈরি পোশাক খাতে । পতিত সরকার ও তাদের বন্ধুরাষ্ট্র জড়িত হয়ে কিছু সমস্যা তৈরি করছে। কিছু সমস্যা শ্রমিকরা না বুঝে করছেন। বুধবার আগারগাঁওয়ে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

 

সাইদুর

×