প্রতীকী ছবি।
ফরিদপুরে সদরের অম্বিকাপুর ইউনিয়নের চর নশিপুর গ্রামের তাহিয়া ইসলাম(৭) নামের এক স্কুল ছাত্রীর নিখোঁজের একদিন পর বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার পর ধর্ষণ ও হত্যাকারী সন্দেহে প্রতিবেশীকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা।
বুধবার(১১ডিসেম্বর) বিকেলে চর নশিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাহিয়া ইসলাম(৭) ওই গ্রামের জিয়া মোল্লার মেয়ে। সে সরকারি চর নশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল। এ ছাড়া গণপিটুনিতে নিহত হায়দার মোল্লা (৫৫) তার চাচাতো দাদা।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত মঙ্গলবার বিকেল থেকে তাহিয়া ইসলাম নিখোঁজ ছিল। এই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে হায়দার তার ঘরের পাশের কক্ষে মাচার নিচে বস্তার মধ্যে তাহিয়ার মৃতদেহ লুকিয়ে রাখে। এলাকাবাসী ও পুলিশ বিকেলে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে। এর পরই বিক্ষুব্ধ জনতা হায়দারকে গণপিটুনি দেয়। ঘটনাস্থলে হায়দারের মৃত্যু হয়।
অম্বিকাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম বলেন, হায়দার মোল্লা গণপিটুনিতে মারা গেছেন। এর আগে পুলিশ জনতাকে নিবৃত্ত করার চেষ্টা করে। তবে বিক্ষুব্ধ জনতা বেশি হওয়ায় পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
ফরিদপুর কোতোয়ালি থানার ওসি মো. আসাদউজ্জামান বলেন, হত্যার আগে শিশুটিকে ধর্ষণ করা হয়েছিল কিনা, তা মেডিকেল পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
সাইদুর