
ছবি: সংগৃহীত
ভারতের ত্রিপুরার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা এবং বাংলাদেশে সংখ্যালঘুদের প্রতি সহিংসতার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র দপ্তর । পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এক প্রেস ব্রিফিংয়ে এ হামলার ঘটনায় সব পক্ষকে তাদের মতবিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করার আহ্বান জানিয়েছেন।
স্থানীয় সময় মঙ্গলবার (১০ ডিসেম্বর) মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়ে দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার এই আহ্বান জানান। ওই ব্রিফিংয়ে সাংবাদিকরা ভারত ও বাংলাদেশের মধ্যে সৃষ্ট উত্তেজনা এবং ত্রিপুরায় বাংলাদেশের কূটনৈতিক মিশনে হামলার বিষয়টি উত্থাপন করেন। সেসময় মিলার বলেন, "আমরা চাই সব পক্ষ তাদের বিরোধ শান্তিপূর্ণভাবে সমাধান করবে । উল্লেখ করে তিনি শান্তির প্রতি যুক্তরাষ্ট্রের অবস্থান স্পষ্ট করেন।
এর আগে, মার্কিন পররাষ্ট্র দপ্তরের উর্দু ও হিন্দিভাষী মুখপাত্র মার্গারেট ম্যাকলিয়ডের ব্রিফিংয়ে বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর সহিংসতার বিষয়ও উঠে আসে। তিনি বলেন, আমরা এই পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছি এবং আশা করছি সকলেই তাদের ধর্মীয় বিশ্বাস অনুযায়ী জীবনযাপন করতে পারবে। যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারসহ তার অংশীজনের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে।
আশিকুর রহমান