ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জাতীয় নির্বাচন কবে হবে, যা বললেন প্রেস সচিব 

অনলাইন রিপোর্টার

প্রকাশিত: ০৪:২৪, ৯ ডিসেম্বর ২০২৪

জাতীয় নির্বাচন কবে হবে, যা বললেন প্রেস সচিব 

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ২০২৫-২৬ সালের মধ্যে নির্বাচন হবে বলাটা দায়িত্বজ্ঞানহীন।  সংস্কার কমিশনের রিপোর্ট এবং রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে সরকার নির্বাচনের দিনক্ষণ ঠিক করবে। 

রাজধানীতে এক সেমিনারে তিনি বলেন, চীন রাশিয়া থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে।  অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য সুষ্ঠু কাঠামো গড়ে তোলার তাগিদ দেন বক্তারা। 
.
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, সংখ্যালঘু নির্যাতন হয় নাই। এগুলো অপসাংবাদিকতা। শুধু ভারত নয়। চীন রাশিয়া থেকেও মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ভোটের জন্য উল্লেখযোগ্য সংস্কার করতে হবে। ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন রিপোর্ট দিবে।

ব্যারিস্টার ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, গত ১৫ বছর ধরে আমরা আমাদের সরকার বেছে নিতে পারি নাই।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের নেতার বলেন, আপনারা সাম্প্রদায়িকতা কমান। এগুলোকে রাজনৈতিক ভাবে উড়িয়ে দেওয়া যাবে না।
 

শহীদ

×