জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদী হাসান। ছবি: ভিডিও থেকে নেওয়া
রাজনৈতিক প্রভাবমুক্ত ও গণমুখী প্রশাসন গঠনের সুপারিশ করবে জনপ্রশাসন সংস্কার কমিশন। কমিশনের সদস্য ছাত্র প্রতিনিধি বলেছেন, সচিবরা রাজনৈতিক বক্তব্য দিতে পারবে না। আইন ও বিধি অনুযায়ী কাজ করতে হবে তাদের।
অন্যদিকে কমিশন প্রধান বলেছেন, সরকারি কর্মচারীদের কাজে সাধারণ মানুষ অসন্তুষ্ট। আস্থা ফেরাতে কাঠামোগত সংস্কারের সুপারিশ করবে কমিশন। এ তে সেবা খাতে দুর্নীতি ও হয়রানি কমাতে জোর দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব
গঠনের দুই মাস পেরিয়েছে প্রশাসন সংস্কার কমিশনের। বাকি এক মাসে সুপারিশ প্রণয়নের কাজ শেষ করতে চায় কমিশন। এক্ষেত্রে জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় প্রশাসনকে আরো গণমুখী রাজনৈতিক প্রভাবমুক্ত করা সহ কাঠামোগত পরিবর্তনের উপর গুরুত্ব দেয়া হচ্ছে।
জনপ্রশাসন সংস্কার কমিশনের সদস্য মেহেদী হাসান বলেন, একজন এডমিনিস্ট্রেটিভ অফিসার বা একজন সচিব দাঁড়িয়ে কোন পলিটিক্যাল কোন বক্তব্য দিবে না বা পলিটিক্যাল কোন কথা বলবে না। মানুষের কাছে জনগণের কাছে দায়বদ্ধ থাকবে এবং জনগণ যেটা চায় তার যে তার যে জব জবডেসক্রিপশনে যে কাজটা দেওয়া আছে, সেই কাজটাই করবে।
প্রথম শ্রেণীর কর্মকর্তাদের ক্যাডার বলা এবং জেলা প্রশাসক শব্দ নিয়ে নেতিবাচক ধারণা আছে সাধারণ মানুষের বিষয়টি স্বীকার করে জনপ্রশাসন সচিব মো. মোখলেসুর রহমান বলেছেন, এক্ষেত্রে শব্দগত সংস্কারের সুপারিশ করা হবে ক্যাডার শব্দটা বাদ দিয়ে যার যে সার্ভিস সিভিল সার্ভিস, এডমিনিস্ট্রেশন সিভিল সার্ভিস হেলথ সিভিল সার্ভিস, এগ্রিকালচার লাইক দিস। এটা একটা আমাদের বড় সংস্থা আমি মনে করি এটা অনেকের মেন্টাল স্যাটিসফ্যাকশন হবে যেমন জনপ্রশাসন না বলে জনসেবা বলা যায় কিনা জেলা প্রশাসক তো ব্রিটিশ আমলের সৃষ্টি এবং এই শব্দের বাইরে অনেকগুলো প্রতিশব্দ আছে কালেক্টর আছে। ডিস্ট্রিক্ট এডমিনিস্ট্রেট আছে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আছে অল্টারনেটিভ আমরা সাজেশন দিব।
প্রশাসন সংস্কার কমিশনের প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে গণশুনানিীতে সেবা খাতসহ প্রশাসনের কর্মচারীদের কাজে সন্তুষ্ট না সাধারণ মানুষ আমলারাই আমলাদের ক্ষতি করছে বলে তিনি মন্তব্য করেছেন।
তিনি আরও বলেন, আমরা বলি, কাক কাকের মাংস খায় না। আমলাদের উপরে সবচেয়ে বেশি জুলুম আমলারা করে। একজন যদি আমলা সত্যিকার ভাবে কাজ করতে চায়, তাইলে তাকে রিস্ক নিয়ে বেশ কিছু কাজ করতে হয়। সাহসের সঙ্গে করতে হয় সেইটা যাদের সাহস নাই সে তাড়াতাড়ি নতজানু হয়ে যায়। তা আমি কোনদিন নতজানু হয়ে চাকরি করি নাই।
মুয়ীদ চৌধুরী বলেন, নির্ধারিত সময়ে সুপারিশ জমা দেবে কমিশন কতটুকু গ্রহণ করবে তা সরকারের সিদ্ধান্ত।
এসআর