রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘসহ (আরএসএস) কয়েকটি সংগঠন বাংলাদেশে ‘হিন্দু নিপীড়নে’র অভিযোগ তুলে এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে।
আগামী ১০ ডিসেম্বর হাইকমিশন ঘেরাও করবে তারা।
সম্প্রতি ত্রিপুরা রাজ্যের আগরতলায় হিন্দু সংঘর্ষ সমিতি নামের একটি সংগঠনের ব্যানারে সমাবেশ করে বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা, ভাঙচুর ও হাইকমিশন অফিসের পতাকা ছিঁড়ে ফেলার ঘটনা ঘটেছে। এর রেশ কাটতে না কাটতেই হিন্দুত্ববাদী আরএসএসের কাছ থেকে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের ঘোষণা এল।
যদিও ভারতের পক্ষ থেকে বলা হয়েছে তারা বাংলাদেশের সব কূটনৈতিক জোনে নিরাপত্তা জোরদার করেছে।
ভারতীয় গণমাধ্যমগুলো বলছে, দিল্লি নাগরিক সমাজের ব্যানারে বাংলাদেশ হাইকমিশন ঘেরাওয়ের কর্মসূচি নেওয়া হলেও উদ্যোগটা প্রধানত আরএসএসের। সংগঠনটির দিল্লি শাখার গণমাধ্যম ব্যবস্থাপনার সহপ্রধান রজনীশ জিন্দাল শুক্রবার সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন। বলেন, নাগরিক সমাজের এই কর্মসূচি ১০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে।
জিন্দাল জানান, কর্মসূচিতে দেশের ২০০টির বেশি সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সংগঠনের প্রতিনিধিরা অংশ নেবেন। বাংলাদেশ হাইকমিশনে তারা এক স্মারকলিপি পেশ করবেন। স্মারকলিপি দেবেন জাতিসংঘ, জাতিসংঘের মানবাধিকার কমিশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কাছেও।
ফুয়াদ