ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

এত উন্নয়ন করছি, তবুও কেউ ভালোবাসল না: ৪২০ নাকি ৮৪০

প্রকাশিত: ২২:৫৪, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২৩:০১, ৭ ডিসেম্বর ২০২৪

এত উন্নয়ন করছি, তবুও কেউ ভালোবাসল না: ৪২০ নাকি ৮৪০

লম্বা বিরতির পর ‘৪২০’ সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ‘৮৪০’।

২০০৭ সালে বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান-পতনের গল্প নিয়ে নির্মিত হওয়া জনপ্রিয় সিরিজ ৪২০ এবার অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় সিরিজটির সিক্যুয়েল হয়ে পর্দায় ফিরছে ৮৪০।

শুক্রবার (৬ ডিসেম্বর) রাতে ‘৮৪০’-এর ট্রেলার প্রকাশ পায়। যেখানে এক ঝলকে একটি শহরের রাজনৈতিক অবস্থা তুলে ধরা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই জানিয়েছেন ফারুকী।

‘আচ্ছা মিলন? আমি এত ভালো উন্নয়ন করছি, তবুও একটা লোক আমাকে ভালোবাসলো না, কেন মিলন?’- ফোনকলে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে এই হতাশার সংলাপটি বলছিলেন এক রাজনৈতিক নেতা। ফোনের অপর প্রান্ত থেকে ভেসে আসে, ‘স্যার পাব্লিকরা চায় ডেমোক্রেসি, ওদের রুচি খারাপ স্যার’। 

বাংলাদেশের রাজনীতিবিদদের নিয়ে গল্পে নির্মিত সিরিজ ‘৮৪০’ এর একটি দৃশ্য নিয়ে। যা রীতিমতো শোরগোল ফেলে দিয়েছে সামাজিকমাধ্যমে।

 

ট্রেলারটি পোস্ট করে ফারুকী লিখেছেন, গত শীতে আমরা যখন এটার শ্যুট করছিলাম, তখনও জানি না আদৌ এটা দেখানো যাবে কি না। আর আজকে ট্রেলারটি আপনাদের সাথে শেয়ার করছি। ইমোশনে কাবু হওয়ার কারণে একটা ভালো ক্যাপশনও লিখতে পারলাম না। প্লিজ ওয়াচ দ্য ট্রেলার।

কিন্তু কাকতালীয়ভাবে গল্পের সঙ্গে মিলে যায় দেশের সদ্য ক্ষমতাচ্যুত শেখ হাসিনা ও তার নেতাদের প্রেক্ষাপট। আর তা নিয়েই শোরগোল সামাজিকমাধ্যমে। বিশেষ করে সেই ফোনকলটির সঙ্গে অনেকে বাস্তবতার মিল পেয়েছেন। নেটিজেনরা বিষয়টি নিয়ে ব্যাপক মজা করছেন, এবং খোঁচা দিয়ে বলছেন, শেষের পার্টের ফোনকলটির সঙ্গে সেই ফাঁস হওয়া কলটি মিলে গেছে, আপা আপা এর জায়গায় শুধু স্যার স্যার।

 

ফুয়াদ

×