ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

দেশে দৈনিক ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়

প্রকাশিত: ২২:১৩, ৭ ডিসেম্বর ২০২৪; আপডেট: ২২:৪৩, ৭ ডিসেম্বর ২০২৪

দেশে দৈনিক ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়

ছবি: সংগৃহীত।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বাংলাদেশে মাদক সেবনের পরিসংখ্যান তুলে ধরে জানান, দেশে প্রতিদিন ২০ কোটি টাকার মাদক সেবন করা হয়। তিনি আরও বলেন, মাদক সেবনকারীদের মধ্যে ৮০ শতাংশই তরুণ-তরুণী এবং স্কুল-কলেজের শিক্ষার্থী। এর মধ্যে ১০ শতাংশ নারী, তবে মাদক ব্যবসায় জড়িত নারীর সংখ্যা আরও বেশি।

এদিন শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকার আদর্শ স্কুল মাঠে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব তথ্য তুলে ধরেন তিনি। স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির উদ্যোগে এবং জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মহাপরিচালক খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, "বাংলাদেশে বর্তমানে মাদক ব্যবসায়ীদের সংখ্যা ১ লাখ ৬৫ হাজার। আমাদের দেশের মোট জনসংখ্যা ১৭ কোটি হলে, এর মানে প্রতি হাজারে একজন মাদক ব্যবসায়ী রয়েছে। কিন্তু এই ১ লাখ ৬৫ হাজার মাদক ব্যবসায়ী কেবল দেশের একটি ক্ষুদ্র অংশ, আর বাকি ৯৯৯ জন ভালো মানুষ। আমরা যদি ৯৯৯ জন এক হয়ে কাজ করি, তাহলে এই মাদক ব্যবসা ঠেকানো সম্ভব।"

তিনি আরও বলেন, "যদি আপনি কখনও কাউকে মাদক বিক্রি করতে দেখেন, তবে আমাদের জানাবেন। আমরা যেকোনো মূল্যে মাদকমুক্ত সমাজ গড়ব। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান নিতে হবে।"

মহাপরিচালক মাদকবিরোধী অভিভাবক সভা আয়োজনের গুরুত্বও তুলে ধরেন এবং অভিভাবকদের সচেতন হওয়ার আহ্বান জানান। "তরুণ সমাজকে মাদক থেকে রক্ষা করতে হবে। মাদক ব্যবসায়ীরা আমাদের যুব সমাজকে ধ্বংস করতে চাইছে, আমরা তাদেরকে রুখে দাঁড়াতে হবে," বলেন তিনি।

এছাড়া, সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা বিভাগের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক এ কে এম শওকত ইসলাম, জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. খোরশিদ আলম, স্বাধীন বাংলা মাদকবিরোধী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মো. সেলিম নিজামী, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোতাহের হোসেন মানিক, সাধারণ সম্পাদক বিমল সরকার এবং নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক মো. বজলুর রহমান।

নুসরাত

×