বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ
শনিবার বিকেলে কুমিল্লার লাকসাম পাইলট হাইস্কুল মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে।
এ সময় হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, অনেক রাজনৈতিক দল কী করছে। আমরা এই গণঅভ্যুত্থানকে যে স্পিরিট নিয়ে ওয়াসিম রক্ত দিয়েছে, মুগ্ধ রক্ত দিয়েছে, আবু সাঈদ রক্ত দিয়েছে, আমরা ক্রেডিট নেওয়ার প্রতিযোগিতায় ব্যস্ত হয়ে গেছি। কিন্তু যেই উদ্দেশ্যে রক্ত দিয়েছে, সেই উদ্দেশ্য বাস্তবায়নে আমরা কতটা এগিয়ে গেলাম, সেই হিসাবনিকাশ এখন আর আমাদের কাছে গুরুত্বপূর্ণ নয়।’
আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জি এম কাদেরের বক্তব্য প্রসঙ্গে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, ‘জুলাই গণআন্দোলনের শহীদদের রক্তের বিচার না হওয়া পর্যন্ত এবং এই গুম খুন হত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ পুনর্বাসন হওয়ার প্রশ্ন প্রাসঙ্গিক নয়। আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের যে আলাপ জাতীয় পার্টি দিচ্ছে, এটি ফ্যাসিবাদের আরেকটি দোসর। জাতীয় পার্টির ওপর ভর করেই কিন্তু ফ্যাসিবাদ মহীরুহু হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। জাতীয় পার্টি আওয়ামী লীগের দোসর, সেটি ছাত্র নাগরিক কোন ধরনের তোয়াক্কা করে না।’
ভারতীয় মিডিয়ার অপপ্রচারের বিরুদ্ধে বাংলাদেশের মিডিয়াকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে হাসনাত সাংবাদিকদের বলেন, ‘ভারতীয় গণমাধ্যমগুলো যেভাবে বিদ্বেষ ছড়ানোর জন্য অপপ্রচার চালিয়ে যাচ্ছে, তার বিরুদ্ধে বাংলাদেশের গণমাধ্যমকে সচেতন ভূমিকা পালন করতে হবে। আমাদের দেশে যে কোনো হিন্দু মুসলমান বিদ্বেষ নেই, ধর্মীয় সম্প্রীতি রয়েছে, তা বেশি বেশি গণমাধ্যমে তুলে ধরতে হবে।’
ইসরাত