ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভারত ছেড়ে থাইল্যান্ড-সিঙ্গাপুরের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা

প্রকাশিত: ০৯:২০, ৭ ডিসেম্বর ২০২৪

ভারত ছেড়ে থাইল্যান্ড-সিঙ্গাপুরের দিকে ঝুঁকছেন বাংলাদেশিরা

থাইল্যান্ডে বাংলাদেশি পর্যটকদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। চিকিৎসা ও ভ্রমণের উদ্দেশ্যে বিপুলসংখ্যক বাংলাদেশি বর্তমানে থাইল্যান্ডের দিকে ঝুঁকছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক টানাপোড়েনের কারণে ভ্রমণ ও চিকিৎসার জন্য ভারতকে এড়িয়ে বিকল্প হিসেবে থাইল্যান্ডকে বেছে নিচ্ছেন অনেকেই। এ সুযোগে থাইল্যান্ডে বাংলাদেশি দালাল চক্র সক্রিয় হয়ে উঠেছে, যারা প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করছে। পাশাপাশি সিঙ্গাপুর ও মালয়েশিয়াতেও বাংলাদেশিদের যাতায়াত বৃদ্ধি পেয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, ভারতের ভিসা জটিলতা বাংলাদেশের স্বাস্থ্য খাত উন্নয়নের একটি সুযোগ হতে পারে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডা. লেলিন চৌধুরীর মতে, রোগীরা কেন বিদেশমুখী হচ্ছেন, তা নিয়ে গবেষণা করে দেশের চিকিৎসা ব্যবস্থার মান উন্নয়ন করা জরুরি। বেসরকারি হাসপাতালগুলোও সেবার মান উন্নত করে রোগীদের আকৃষ্ট করতে পারে।

ভারতের পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, প্রতি বছর প্রায় ২৫ লাখ বাংলাদেশি রোগী চিকিৎসার জন্য ভারত যান এবং এতে প্রায় ৫০০ মিলিয়ন ডলার ব্যয় হয়। কিন্তু বর্তমানে ভারত ভিসা না দেওয়ায় বাংলাদেশিরা বাধ্য হয়ে থাইল্যান্ডের মতো দেশগুলোতে যাচ্ছেন।
বাংলাদেশি রোগীদের মধ্যে ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতাল বেশ জনপ্রিয়। এখানে চিকিৎসা খরচ ভারতের তুলনায় ২০-২৫ শতাংশ কম। ঢাকা থেকে ব্যাংকক যেতে সময়ও কম লাগে এবং বিমান ভাড়াও সহনীয়। সহজ ভিসা, উন্নত চিকিৎসা এবং সুলভ থাকা-খাওয়ার সুবিধা থাইল্যান্ডকে জনপ্রিয় গন্তব্যে পরিণত করেছে।
তবে, থাইল্যান্ডে দালালদের প্রতারণার শিকার হচ্ছেন অনেক রোগী। ভাষাগত সমস্যার কারণে এ সমস্যার মুখোমুখি হতে হয়। বাংলাদেশ দূতাবাসের আরও সক্রিয় হওয়া প্রয়োজন বলে মনে করছেন প্রবাসীরা।
১ ডিসেম্বর থেকে থাইল্যান্ড ই-ভিসা চালু করেছে, যা ভ্রমণ ও চিকিৎসার জন্য আরও সহজ করে তুলেছে। থাই এয়ারওয়েজ, ইউএস-বাংলা এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। চট্টগ্রাম ও সিলেট থেকে সরাসরি ফ্লাইট চালু করা গেলে আরও বাংলাদেশি যাত্রী আকৃষ্ট হবে।
থাইল্যান্ড ছাড়াও সিঙ্গাপুর ও মালয়েশিয়াও চিকিৎসা পর্যটনে বাংলাদেশিদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। সুলভ খরচ ও উন্নত চিকিৎসা ব্যবস্থা এ দেশগুলোর আকর্ষণীয় দিক।

স্বাস্থ্য পর্যটনে নতুন গন্তব্যগুলো বাংলাদেশের চিকিৎসা খাতকে চ্যালেঞ্জের মুখে ফেলছে। তবে এই পরিস্থিতি দেশের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে একটি সম্ভাবনা তৈরি করতে পারে।

নাহিদা

×