ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো- সারজিস

প্রকাশিত: ২২:৫৬, ৬ ডিসেম্বর ২০২৪

ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো- সারজিস

জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম বলেছেন,সাম্প্রদায়িক দাঙ্গা বাধিয়ে ক্ষমতায় থাকা ভারতের রাজনৈতিক দলগুলোর সাম্প্রদায়িক সম্প্রীতির জ্ঞান নেয়ার সময় বাংলাদেশের নেই।  তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতসহ সব প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্ক হতে হবে সম্প্রীতি ও সমতার ভিত্তিতে, যেখানে আগ্রাসনের কোনো স্থান থাকবে না।

শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় বগুড়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় এসব কথা বলেন সারজিস আলম। 

তিনি বলেন, ভারতের সঙ্গে সম্পর্ক হবে প্রতিবেশীর মতো। সম্পর্ক তিক্ততার হবে কি না তা ভারত কাজের মাধ্যমে নির্ধারণ করবে।

সারজিস বলেন, যেই স্বপ্নের বাংলাদেশের জন্য দেশের মানুষ রাজপথে নেমেছিল, সেই স্বপ্ন পূরণে গত চার মাসে সরকার খুব বেশি এগোতে পারেনি। এর প্রধান কারণ হলো রাষ্ট্রযন্ত্রে এখনো ফ্যাসিস্ট সরকারের অবৈধ সুবিধাভোগীদের প্রভাব। এ কারণে কাঙ্ক্ষিত বাংলাদেশ গঠনে সময় কিছুটা বেশি লাগছে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে মন্তব্য করতে গিয়ে সারজিস বলেন, গত ১৬ বছরে ভারত আওয়ামী লীগকে নিরাপত্তা দিয়ে যেভাবে বাংলাদেশকে শোষণ করেছে, দেশের মানুষ তাদের আর সেই সুযোগ দেবে না।

নাহিদা

×