উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন
ভিসা সমস্যার কারণে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্তব্য করেছেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।
শুক্রবার দুপুর ১২টায় তিনি বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে চলমান উন্নয়ন প্রকল্প এবং নির্মাণাধীন কাজ পরিদর্শন করেন। এরপর তিনি বেনাপোল চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এবং ইমিগ্রেশন এলাকা ঘুরে দেখেন এবং দুই দেশের যাত্রী চলাচলের অবস্থা সম্পর্কে খোঁজ নেন।
ভ্রমণকারীর সংখ্যা কমে যাওয়ার বিষয়ে তিনি জানান, ভারতের ভিসা প্রদান বন্ধ থাকার কারণে যাত্রী চলাচল কমছে। এতে আমাদের চেয়ে ভারতের ব্যবসায়ীরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পাশাপাশি চিকিৎসার জন্য ভারতে যাওয়া বাংলাদেশি রোগীদেরও সমস্যা হচ্ছে।
পরিদর্শনকালে পরিবহন ব্যবসায়ীরা পুরনো বাস টার্মিনাল চালু করার দাবি জানান। সাখাওয়াত হোসেন তাদের ১৯টি পরিবহনের কার্যক্রম পরিচালনার ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
পরে বন্দর সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেন তিনি।
এরপর তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল্লাহর পরিবারের সঙ্গে দেখা করতে যান। সেখানে তিনি নিহতের পরিবারের খোঁজ-খবর নেন এবং তার কবর জিয়ারত করেন। এরপর যশোরের উদ্দেশে রওনা দেন।
শনিবার তিনি সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর পরিদর্শন করবেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, বিজিবি দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির, যশোরের জেলা প্রশাসক আজহারুল ইসলাম, ৪৯ বিজিবি অধিনায়ক সাইফুল্লাহ সিদ্দিকী, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজীব হাসান, সহকারী কমিশনার (ভূমি) নুসরাত ইয়াসিন, বেনাপোল বন্দরের পরিচালক (অ. দা.) মামুন কবীর এবং ইমিগ্রেশন ওসি মো. ইব্রাহিম হোসেন।
নাহিদা