ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

ভারতীয় মিডিয়ার প্রোপাগান্ডা

শেখ মুজিবের ভিটায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবেন না মহিলারা!

প্রকাশিত: ১৬:২০, ৬ ডিসেম্বর ২০২৪; আপডেট: ১৭:০৫, ৬ ডিসেম্বর ২০২৪

শেখ মুজিবের ভিটায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবেন না মহিলারা!

গত দুদিন ধরে প্রোপাগান্ডা ছড়াচ্ছে ভারতীয় মিডিয়াগুলো।তারি অংশ হিসবে এবার গওহরডাঙ্গা মাদরাসার মাহফিল নিয়ে প্রোপাগান্ডা ছড়ালো ভারতীয় মিডিয়াগুলো।‘মুজিবের ভিটায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবেন না মহিলারা’- এমন শিরোনামে গত দুদিন ধরে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন তারা।

 

স্থানীয় ও সংশ্লিষ্টরা জানান, ২৭ নভেম্বর গওহরডাঙ্গা মাদরাসায় তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়। মাহফিলে দুই লাখের বেশি মানুষের সমাগম হওয়ায়, মাহফিলকে ঘিরে পাশে গড়ে উঠে খাবারসহ বিভিন্ন রকমের দোকানসহ, মাহফিলের শৃঙ্খলারক্ষা ও গণজমায়েত এড়াতে এলাকার নারীদের দোকানে না আসার অনুরোধ করে মাইকিং করেন স্বেচ্ছাসেবীরা। প্রতিবছর মাহফিলে না আসার জন্য স্বেচ্ছাসেবীরা এভাবে অনুরোধ করে থাকেন।

এবার সেই অনুরোধের ঘোষণাকে কেন্দ্র করেই ভারতের মিডিয়া বলছে,মুজিবের ভিটায় তালেবানি ফতোয়া, বাজারে যেতে পারবেন না মহিলারা।

স্থানীয়রা এমন মিথ্যা বানোয়াট প্রপোগান্ডার তীব্র নিন্দা জানিয়েছেন।

 

 

ফুয়াদ

×