ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৩ মাঘ ১৪৩১

জাতীয় সঙ্গীত ইস্যুতে সরব ছিলেন, ভারত ইস্যুতে নীরব কেন?

প্রকাশিত: ১৭:১৫, ৫ ডিসেম্বর ২০২৪

জাতীয় সঙ্গীত ইস্যুতে সরব ছিলেন, ভারত ইস্যুতে নীরব কেন?

উপদেষ্টা আসিফ নজরুল।

ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার রাজধানী আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হিন্দু সংঘর্ষ সমিতির সমর্থকদের হামলার ঘটনায় গভীরভাবে ক্ষুব্ধ করেছে বাংলাদেশ সরকারকে। বিক্ষুব্ধ করেছে বাংলাদেশের অধিকাংশ জনগণকেও। ব্যক্তিগতভাবে কড়া প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন আইন ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। পাশাপাশি  যারা প্রতিবাদ করেননি, তাদের নীরবতা নিয়েও প্রশ্ন তুলেছেন এই উপদেষ্টা।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) আসিফ নজরুল তার ফেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘জাতীয় সঙ্গীত ইস্যুতে যারা সরব ছিলেন, দেশের সার্বভৌমত্বের ইস্যুতে তাদের অনেকে নীরব কেন?’ উপদেষ্টা আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুসারে ভারতের মাটিতে বাংলাদেশের সহকারী হাইকিমিশনকে পরিপূর্ণ নিরাপত্তা দেয়ার দায়িত্ব ভারতীয় সরকারের। তারা এটি করতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার নিন্দা জানাই। 

আর কে

×