ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

বেনাপোল দিয়ে ভারতে গেলেন ৭৫ জন ইসকনের সদস্য

প্রকাশিত: ০৪:৪৬, ৫ ডিসেম্বর ২০২৪

বেনাপোল দিয়ে ভারতে গেলেন ৭৫ জন ইসকনের সদস্য

ইসকনের সদস্যরা।

দেশের বিভিন্ন জেলা থেকে আসা ইসকনের ৭৫ জন ভক্ত ধর্মীয় আচার পালনের উদ্দেশ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে গেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বেনাপোল ইমিগ্রেশন কার্যক্রম শেষ করে ভারতে যান তারা।

ইমিগ্রেশন কার্যক্রমের আগে ঢাকা সাভার ইসকন মন্দিরের অধ্যক্ষ নিতাই দয়াল দাস ব্রক্ষ্মচারী জানান, গত দুদিন আগেও ধর্মীয় আচার পালনের জন্য তারা ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। কিন্তু ইমিগ্রেশন কর্তৃপক্ষ তখন তাদের ভারতে যেতে দেয়নি। আজ তারা ভারতে যেতে পারছেন। তার নেতৃত্বে দেশের বিভিন্ন জেলা থেকে ৭৫ জন ভক্ত ভারতে যাচ্ছেন।  

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ জানান, গত দুদিনে ইসকনের অনেক সদস্য ভারতে যাওয়ার জন্য বেনাপোল ইমিগ্রেশনে এসেছিলেন। তখন পরিস্থিতি বিবেচনা করে তাদের ভারতে যেতে দেওয়া হয়নি। পরে তাদের সম্পর্কে খোঁজ খবর নেওয়া হয়। তাদের মধ্য থেকে ৭৫ জন ইসকন সদস্যকে আজ ভারতে যেতে দেওয়া হয়েছে।

গত ২৫ নভেম্বর আন্তর্জাতিক শ্রীকৃষ্ণ ভাবনামৃত সংঘের (ইসকন) নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারকরেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসকন থেকে তাকে বহিষ্কার করা হলেও রাষ্ট্রদ্রোহ মামলার আসামি চিন্ময় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র। তার মুক্তির দাবি উঠেছে ভারতেও। গত (২৮ নভেম্বর) বৃহস্পতিবারও কলকাতাস্থ বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভ করেন ইসকন ভক্তরা।

রিয়াদ

×