ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৫ ডিসেম্বর ২০২৪, ২১ অগ্রাহায়ণ ১৪৩১

বাংলাদেশের ইতিহাসে রচিত হলো একটি নতুন অধ্যায় : নুর

প্রকাশিত: ০৪:৩১, ৫ ডিসেম্বর ২০২৪

বাংলাদেশের ইতিহাসে রচিত হলো একটি নতুন অধ্যায়  : নুর

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

৫৩ বছরে বাংলাদেশের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে বলে জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। (৪ ডিসেম্বর) বুধবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

নুরুল হক নুর বলেন, ‘বাংলাদেশের ৫৩ বছরের ইতিহাসে আজকে একটি নতুন অধ্যায় রচিত হয়েছে। দেশের স্বার্থে জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বদলীয় সভা এই অন্তর্বর্তী সরকার করেছে। এর আগে কোনো সরকার এটি করতে পারেনি।’

তিনি বলেন, ‌‘দেশের বিরুদ্ধে প্রতিবেশী রাষ্ট্র ভারত ও তাদের গণমাধ্যমে সংঘবদ্ধ অপপ্রচার এবং প্রোপাগান্ডা রুখে দিতে দেশের সর্বস্তরের গণমাধ্যমের সহযোগিতায় একটি ক্যাম্পেইনের জন্য সরকারের সঙ্গে আলোচনা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আগরতলা এবং কলকাতায় উপ-হাইকমিশনে হামলাসহ পতাকায় আগুন দেওয়া এবং ভারতের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের বাংলাদেশ নিয়ে একের পর এক উসকানিমূলক বক্তব্য ভারতীয় সরকারের অবস্থান কি না, তা জানার জন্য কথা হয়েছে। সরকার এ বিষয় নিয়ে ভারতীয় সরকারের কাছে ব্যাখ্যাও চাইবে বলেছে।’

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ‘যদি ভারত একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এগিয়ে নিতে চায়, তাহলে সরকার এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকেও সেই ধরনের অ্যাপ্রোচ হবে। যদি না দেখায় তাহলে বাংলাদেশের মিত্র দলগুলো কর্মকৌশল ঠিক করবে।’

তিনি বলেন, ‘গণঅধিকার পরিষদ থেকে দুটি প্রস্তাব দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলোকে নিয়ে দুবছরের জন্য জাতীয় সরকার গঠন করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি রাখতে ছয় মাসের জন্য সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করা। এখন সব দলকে নিয়ে জাতীয় সমন্বিত কর্মসূচি হতে পারে।’

উল্লেখ্য, ছাত্র-জনতার অভ্যুত্থানে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে শেখ হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। তখন থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন চলছে।

রিয়াদ

×