হামলা ও ভাঙচুর
বাংলাদেশে হিন্দু সম্প্রদায়দের নিয়ে ভারতীয় মিডিয়ার লাগাতার প্রপাগাণ্ডা যেন থামছেনা। সাম্প্রতিক সময়ে আগরতলায় বাংলাদেশ মিশনে ভারতীয় উগ্র হিন্দুত্ববাদীদের হামলার বিষয়টি নিয়ে দু'দেশের পারস্পরিক সম্পর্কে টানা পোড়ন সৃষ্টি হয়েছে। প্রকৃতপক্ষে, বাংলাদেশের প্রতিটি অঞ্চলে বসবাসকারী হিন্দু সম্প্রদায় আগের যেকোনো সময়ের তুলনায় অনেকটাই সুরক্ষিত রয়েছে।
সনাতন ধর্মাবলম্বীর এক স্বর্ণ ব্যবসায়ী বলেন, হিন্দু মুসলমান ভাই ভাই। এখানে কোন ধরনের কোন সমস্যা হচ্ছে না। সনাতন ধর্মাবলম্বীর এক কৃষক বলেন, আমরা ভালো আছি। কোন ধরনের কোন সমস্যা হচ্ছে না।
মুসলমানরা আপনাদেরগরু-বাছুর ছিনতাই করছে কিনা এমন প্রশ্ন করা হলে ঐ কৃষক বলেন, আমাদের কোন সমস্যা হচ্ছে না। মুসলমানরা আমাদের কোন অত্যাচার করছে না।
কেমন আছেন? এক গৃহিণীকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা ভালো আছি আমাদের কেউ অত্যাচার করছে না। কোন ধরনের সমস্যা হচ্ছে না।
রাজধানীর সাভারে বনসাই নদী আলাদা করেছে দুটি গ্রাম। এখানে প্রায় লক্ষাধিক হিন্দু বসবাস করছে। শেখ হাসিনা আমলের পর কেমন আছে। বিষয়টি জানতে সনাতন ধর্মাবলম্বীদের সেই গ্রামে সরেজমিনে তাদের সাথে কথা বলে জানা যায়, অতীতের যেকোনো সময়ের চাইতে ভালো আছেন সনাতন ধর্মাবলম্বীরা।
এক গৃহিণীকে প্রশ্ন করা হলে তিনি বলেন, অন্য যে কোন সময়ের চাইতে আমরা ভালো আছি। অন্য এলাকায় কি হচ্ছে সেটা আমরা জানিনা। কিন্তু আমাদের এই এলাকায় কোন ধরনের কোন সমস্যা নেই। পূজা ধর্মীয় উপাসনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমাদের পূজা করতে কোন সমস্যা হচ্ছেনা।
হিন্দু কল্যাণ ফ্রন্টের ধর্ম বিষয়ক সম্পাদক উত্তম ঘোষ বলেন, আমরা আওয়ামী লীগের আমলে দেখছি নাসির নগরের ঘটনা। কুমিল্লায় কোরআন শরীফ রেখে সেই হিন্দু বাড়ি ঘরে ধর্ষণ হয়েছে। কোরআন শরীফের আসল ঘটনা খুঁজে পাওয়া গেল ছাত্রলীগের জড়িতের কথা। তখন তো আমরা দেখি নাই পার্শ্ববর্তী দেশ ভারতের কোন বিবৃতি দিতে? প্রশ্ন ওিখন তিনি। এখন কেন এভাবে বলছে। মনে হয় সারা বাংলাদেশে কোথাও কোন দাঙ্গা হাঙ্গামা হচ্ছেনা।
তিনি আরো বলেন, আমরা এই দেশে জন্মেছি, এই দেশে মরবো, কোন ধরনের কোন বিশৃঙ্খলা হবে না। ষড়যন্ত্রকারীরা যত ষড়যন্ত্র করুক সফল হবে না।
শহীদ