ছাত্র-জনতার প্রবল গণ আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে গিয়ে আশ্রয় নেয় তৎকালীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকার।
এরপর থেকে রাষ্ট্রীয় ক্ষমতাকে কুক্ষিগত করে যাতে কেউ স্বৈরাচারী মনোভাব পোষণ করতে না পারে সেজন্য ইতোমধ্যে রাষ্ট্র সংস্কারের কাজ শুরু হয়েছে।
তারই অংশ হিসেবে , সংবিধান সংস্কার কমিশনে ১৮ টি প্রস্তাব দিয়েছে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
বুধবার (৪ ডিসেম্বর) বিকালে জাতীয় সংসদ ভবন এলাকায় এক সাংবাদিক সম্মেলনে এসব কথা জানায় সংগঠনটির চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন, আমরা সংস্কার কমিশনের কাছে প্রাথমিকভাবে ১৮টি প্রস্তাব লিখিত আকারে সংস্কার কমিশনের চেয়ারম্যান আলী রিয়াজের কাছে জমা দিয়েছি।
মানবতার রাষ্ট্র ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্র যেন জবরদখলে না যায় । দেশের সব মানুষ যেন সকল অপরাজনীতি থেকে মুক্ত থাকে। এ ধরণের বেশ কয়েকটি প্রস্তাব রাখার কথা জানান তিনি।
রাষ্ট্র ব্যবস্থা বিনির্মানে ইনসানিয়াত বিপ্লবের রূপরেখা উল্লেখ করে ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন,রাষ্ট্রের মালিক জনগণ। এই বিষয়টি নিশ্চিত করতে হবে ।তিনি আরো বলেন ইনসানিয়াত বিপ্লব সবচেয়ে বেশি জোর দিয়েছে রাজনীতির সংস্কার।
ফুয়াদ